নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫ তম জন্মোৎসব ১০ ফেব্রুয়ারী শুক্রবার বিকালে টিত্রাংকন প্রতিযোগীতার মধ্য দিয়ে শুরু হয়েছে। ৩ টি বিভাগে ব্যাপক সংখ্যক শিক্ষার্থী এতে অংশ গ্রহন করে।
সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মৃনাল কান্তি দাশ বাদলের সভাপতিত্বে এবং সাধারন সস্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন এসপি আর নিরঞ্জন চন্দ নেপাল,এসপিআর গুনসিন্ধু চক্রবর্ত্তী,তাপস বনিক,শিক্ষক নিখিল চন্দ্র সুত্রধর,শিক্ষক সুব্রত দাশ,শিক্ষক সুবিনয় পুরকায়স্থ, রতিশ দাশ, রশময় শীল,নারায়ন সরকার,মৃনাল কান্তি রায় মিনু, শংকর গোপ,সজল চন্দ্র দেব, নিতেশ দাশ,প্রদীপ দাশ,শংকর শীল,আনন্দ নিকেতনের সভাপতি দীপঙ্খর ভট্টাচার্য দেবুল,শৈলেশ দাশ, গোপেন শীল, দিপন দাশ,হৃদয় শীল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্টানে আজ ১১ ফেব্রুয়ারী শনিবার দিনব্যাপী অনুষ্টানমালার মধ্যে রয়েছে সকাল ৯ টায় মঙ্গল শোভাযাত্রা,১০ টায় গরীব দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরন,১২ টায় চট্টগ্রামের লীলা কীর্তনীয়া মৃনাল কান্তি দাশের পরিবেশনায় ঠাকুরের ভাবাদর্শে লীলা কীর্তন,বিকাল ৪ টায় মানবকল্যানে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের বাণী,জীবন দর্শন ও আচার্য্যবাদ আলোচনা সভায় প্রধান আলোচক থাকবেন কুলাউড়ার ড. রজত কান্তি ভট্টাচার্য্য,সন্ধ্যা ৭.৩০ মিনিটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে সংগীত পরিবেশন করবেন চ্যানেল আই সেরাকণ্ঠ শিল্পী বন্যা তালুকদার ও চ্যানেল এস শিল্পী বিন্দু সুত্রধর।
Designed by: Sylhet Host BD
Leave a Reply