1. sm.khakon@gmail.com : bkantho :
হাইকমিশনের আয়োজনে লন্ডনে ‘বাংলাদেশ-ইউকে উইমেন ই-কমার্স এক্সপো’ - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন

হাইকমিশনের আয়োজনে লন্ডনে ‘বাংলাদেশ-ইউকে উইমেন ই-কমার্স এক্সপো’

মতিয়ার চৌধুরী,লন্ডন
  • শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৯ বার পড়া হয়েছে
হাইকমিশনের আয়োজনে লন্ডনে ‘বাংলাদেশ-ইউকে উইমেন ই-কমার্স এক্সপো’

বাংলাদেশ হাই কমিশন লন্ডন প্রথমবারের মতো গেল মঙ্গলবার ইষ্টলন্ডনে ‘বাংলাদেশ-ইউকে উইমেন ই-কমার্স এক্সপো’-এর আয়োজন করে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি,  উৎসবমূখর পরিবেশে এই এক্সপো’-এর উদ্বোধন করেন। এ উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এক ভিডিও বার্তায় বাংলাদেশি নারী উদ্যোক্তাদের যুক্তরাজ্যে ব্যবসায় ও বাজার সম্প্রসারণে পররাষ্ট্র মন্ত্রণালয় ও লন্ডন মিশন সর্বাত্বক সহযোগিতা করবে বলে আশ্বাস প্রদান করেন।

এক্সপো উপলক্ষে হাই কমিশন আয়োজিত এক বিশেষ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেহের আফরোজ চুমকি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারীর ক্ষমতায়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজ বাংলাদেশের নারীরা বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভা ও সাফল্যের স্বাক্ষর রেখে দেশের অগ্রযাত্রায় অসামান্য ভূমিকা পালন করছেন। ব্যবসার ক্ষেত্রেও তারা আজ পিছিয়ে নেই। সরকারের উদ্যোগে বাংলাদেশ ব্যাংক ও আইসিটি মন্ত্রণালয়সহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নারী উদ্যোক্তারা সহজ শর্তে ও স্বল্প সূদে ঋণ নিয়ে ব্যবসায়ে বিনিয়োগ করে স্বাবলম্বি হয়ে উঠছেন।”

পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় নারী উদ্যোক্তাদের প্রতিষ্ঠান উইমেন এন্ড ই-কমার্স (উই) আয়োজিত ‘উই ট্রেড মিশন টু ইউকে’-এর কথা উল্লেখ করে মেহের আফরোজ চুমকি বলেন, “ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নকে দেশের উন্নয়নে অগ্রাধিকার দেয়ার ফলেই আজ বাংলাদেশের নারী উদ্যোক্তারা যুক্তরাজ্য সফরে  এসে তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য ব্রিটিশ ও ব্রিটিশ-বাংলাদেশি  নারী উদ্যোক্তা ও ক্রেতাদের সাথে বৈঠক ও নেটওয়ার্কিং করার এবং লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে তাদের পণ্যের প্রদর্শনী ও বিক্রয়ের সুযোগ পেয়েছেন।

”  তিনি ব্রিটিশ ও ব্রিটিশ-বাংলাদেশি নারী উদ্যোক্তা ও ক্রেতাদের সাথে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের দৃঢ় সম্পর্ক স্থাপনের ওপর গুরুত্ব আরোপ করেন এবং এক্ষেত্রে যেসব বাধা-বিপত্তি রয়েছে সেসব দূর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য মেহের আফরোজ চুমকি এই ট্রেড মিশনের গেস্ট অব অনার হিসেবে বর্তমানে যুক্তরাজ্য সফর  করছেন।

আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, “যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ উত্তরোত্তর বৃদ্ধির জন্য বাংলাদেশ হাই কমিশন বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছে। এক্ষেত্রে নারী উদ্যোক্তাদের হাই কমিশন সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে।” হাই কমিশনার বলেন, “ব্রিটিশ মূলধারার উদ্যোক্তাদের সাথে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের ব্যবসায়ীক যোগাযোগের জন্য হাই কমিশন একটি কমন প্লাটফর্ম গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করবে।”

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স-এর প্রেসিডেন্ট সাঈদুর রহমান রেনু,  উই-এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিসা, ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড, ইউকে-এর ইস্টার্ন ইন্ডিয়া সম্পর্কিত বিনিয়োগ প্রধান সন্দীপ চৌধুরী, ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব মারুফ চৌধুরী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব উর্মি মাযহার ও এনটিভি ইউকে-র সিইও সাবরিনা হোসাইন।

‘উই ট্রেড মিশন টু ইউকে’-এর সদস্য উদ্যোক্তারা এক্সপোতে তাদের পণ্যসামগ্রী প্রদর্শন ও বিক্রয় করেন যা ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির মধ্যে বেশ সাড়া জাগিয়েছে। মেহের আফরোজ চুমকি এর আগে ব্রিটিশ হাউজ অব কমন্সে ‘উই ট্রেড মিশন টু ইউকে’-এর জন্য বাংলাদেশ হাই কমিশন ও  বেরোনেস পলা উদ্দিনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিটিশ ও ব্রিটিশ-বাংলাদেশি নারী উদ্যোক্তাদের মধ্যে বিশেষ করে ই-কমার্স  ও মাইক্রো বিসনেজ-এর ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে হাই কমিশনার সাইদা মুনা তাসনিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত প্রায় দেড় দশক ধরে বাংলাদেশে নারীদের অব্যাহত ক্ষমতায়নের বিভিন্ন দিকের ওপর আলোকপাক করেন। এতে আরো বক্তব্য রাখেন ব্যারোনেস মঞ্জিলা পলা উদ্দিন, ব্যারোনেস ভার্মা, ব্যারোনেস প্রশার, ব্যারোনেস শায়েস্তা গোহির, উই-এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিসা এবং ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড, ইউকে-এর ইস্টার্ন ইন্ডিয়া সম্পর্কিত বিনিয়োগ প্রধান সন্দীপ চৌধুরী প্রমুখ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD