নবীগঞ্জে মোটরসাইকেলের পেছনে ট্রাকের ধাক্কায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। ৬ ফেব্রুয়ারী সোমবার দুপুর ১২ টার দিকে কাজীগঞ্জ বাজার টু নবীগঞ্জ রোডে আগনা ও মাধবপুরের মধ্যবর্তী স্থানে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়- উল্লেখিত সময়ে মোটর সাইকেলযোগে এক কলেজ ছাত্র ও দুই ছাত্রী নবীগঞ্জ সরকারি কলেজে আসার পথে কাজীগঞ্জ বাজার টু নবীগঞ্জ রোডের আগনা ও মাধবপুরের মধ্যবর্তী স্থানে পৌছামাত্র পিছন থেকে মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয় ঘাতক ট্রাকটি। এ সময় মোটরসাইকেলে থাকা ৩ যাত্রী ছিটকে পড়ে যান।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেলে নেওয়ার পর তানিয়া নামের কলেজ ছাত্রী মারা যায় এবং অপর দুই জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। নিহত তানিয়া আক্তার সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কামরা খাইড় উত্তর পারের সাবেক ইউপি মহিলা সমদস্য রোকশানা বেগমের মেয়ে। উপস্থিত জনতা ঘাতক ট্রাকটিকে আটক করে।
Leave a Reply