1. sm.khakon@gmail.com : bkantho :
সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে মামলা ও হয়রানির প্রতিবাদে সিরাজগঞ্জে মানব বন্ধন - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন

সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে মামলা ও হয়রানির প্রতিবাদে সিরাজগঞ্জে মানব বন্ধন

হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ
  • সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে
সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে মামলা ও হয়রানির প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন
সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে মামলা ও হয়রানির প্রতিবাদে সিরাজগঞ্জে মানব বন্ধন। ছবিঃ বাংলা কণ্ঠ
সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশ এবং রংপুর ব্যুরো প্রধার রতন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও হয়রানির এবং মামলা প্রত্যাহারের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম।
সোমবার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন এবং বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবিনের সভাপতিত্বে সময় টিভি সিরাজগঞ্জের স্টাফ রিপোর্টার রিংকু কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের কথার সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য বাবু ইসলাম, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধক্ষ্য ও দৈনিক শ্যামল বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক দিলীপ গৌর, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার জিন্নাহ ফারুক, যমুনা টিভির সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, এস এ টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি রহমত আলীসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
এসময় বক্তরা বলেন ডিজিটাল নিয়াপত্তা আইনের অপব্যবহার বন্ধ করতে হবে, ডিজিটাল নিরাপত্তা আইনের এই মামলায় পুলিশ যে ভাবে সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশ কে হয়রানি করছে তা অত্যান্ত নেক্কারজনক ও নিন্দনীয়। উপস্থিত সকলেই এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া বক্তারা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD