নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জে রোটারী ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। নবীগঞ্জ সদর আদর্শ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গত ২৮ জানুয়ারী শনিবার দুপুরে গরীব দুঃস্থদের মাছে শীতবন্ত্র বিতরন করা হয়েছে।
নবীগঞ্জ রোটারি ক্লাবের সভাপতি শাহ মোস্তাকিম আলী প্রিন্স এর সভাপতিত্বে এবং নবীগঞ্জ রোটারী ক্লাবের আই বি.বি রঙ্গ লাল রায়ের পরিচালনায় এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাবের বি.বি ডাঃ তাপস আচার্য্য,রোটারি ক্লবের সেক্রেটারী প্রভাষক জন্টু চন্দ্র রায়,প্রেসিডেন্ট নমিনী মাহফুজুর রব রনি,সার্জেন্ট এন্ড
আর্মস হেল়াল আহমদ,সদস্য বদরুল আলম,সামছুল হক,যুগ্ম সেক্রেটারি প্রতিমা বনিক,কমিউনিটি সার্ভিস ডাইরেক্টর আব্দুর রকিব শিপন,সহকারী শিক্ষক মাসুদা আক্তার,ভোকেশনাল এডিটর শিরিন আক্তার,সদস্য রাবেয়া আঃ জেসমিন প্রমুখ। এতে ৩ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
Leave a Reply