1. sm.khakon@gmail.com : bkantho :
শাহজাদপুরে সাংবাদিক শিমুলের ৬ষ্ঠ হত্যাবার্ষিকী পালন, দ্রুত বিচারকার্য শেষ করার দাবী - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন

শাহজাদপুরে সাংবাদিক শিমুলের ৬ষ্ঠ হত্যাবার্ষিকী পালন, দ্রুত বিচারকার্য শেষ করার দাবী

হারুন অর রশিদ খান হাসান,সিরাজগঞ্জ
  • শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৬ বার পড়া হয়েছে
শাহজাদপুরে সাংবাদিক শিমুলের ৬ষ্ঠ হত্যাবার্ষিকী পালন, দ্রুত বিচারকার্য শেষ করার দাবী
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল শিমুলের ৬ষ্ঠ হত্যাবার্ষিকী পালিত হয়েছে।  শুক্রবার  (৩ ফেব্রুয়ারী) শাহজাদপুর প্রেস ক্লাব আয়োজিত এ কর্মসূচির মধ্যে ছিল, সকালে প্রেস ক্লাবে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালো  ব্যাচ ধারণ, শিমুলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক রেলি, ১ মিনিট নিরবতা পালন,আলোচনা সভা ও দোয়া মাহফিল। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন,  দৈনিক সমকাল পত্রিকার সহযোগী সম্পাদক সবুজ ইউনুস।
ক্লাবের সভাপতি বিমল কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে  আরো বক্তব্য রাখেন, ক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, আতাউর রহমান পিন্টু, কল্যান ভৌমিক, আতিকুল ইসলাম বুলবুল, লুৎফর রহমান,আবুল কাশেম,লাইফ চৌধুরী, এম,এ, জাফর লিটন, নিহত শিমুলের স্ত্রী নুরুন্নাহার প্রমূখ।  শাহজাদপুরে প্রকাশ্যে দিবালোকে গুলি করে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে হত্যার ৬ বছর পেরিয়ে গেলেও বিশ্বব্যাপী আলোচিত এ হত্যাকান্ডের বিচার পায়নি তার পরিবার। এ নিয়ে আক্ষেপ প্রকাশ করে সাংবাদিকরা জানান, শিমুল হত্যাকান্ডের ছয় বছর পেরিয়ে গেলেও নানা জটিলতা এবং কূটকৌশলে বিচার প্রক্রিয়া শেষ হওয়া তো দূরের কথা বিচারকার্যই শুরুই হয়নি।
২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুরের মণিরামপুরে মেয়র হালিমুল হক মিরুর বাড়ির সামনে সংঘর্ষের ছবি তুলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন সাংবাদিক শিমুল। পরদিন ৩ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় সে সময় শাহজাদপুরসহ দেশ ও দেশের বাইরে বিভিন্ন দেশে সাংবাদিক এবং মানবাধিকার সংগঠন প্রতিবাদ জানায় ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে। সেই সাথে দেশব্যাপী তীব্র ক্ষোভে ফুঁসে ওঠে সাংবাদিক সমাজ। বিশ্বব্যাপী আলোচিত হয়ে ওঠে এ ঘটনা। তখন থেকেই শাহজাদপুরের সাংবাদিকরা ধারাবাহিক ভাবে খুনিদের বিচার দাবীতে আন্দোলন করে আসছে।
অনুষ্ঠানে  বক্তারা বলেন, সাংবাদিক শিমুল হত্যাকান্ডের ছয় বছর পেরিয়ে গেলেও নানা জটিলতা এবং আসামীদের কূটকৌশলে বিচার প্রক্রিয়া শেষ হওয়া তো দূরের কথা বিচারকার্যই শুরু হয়নি। তাই,আসামীদের কুটকৌশলে মাননীয় হাই কোর্টের ১৬ নম্বর বেঞ্চের স্হগিতাদেশের বিষয়টি ক্ষতিয়ে দেখে শিমূল হত্যা মামলার সব প্রতিবন্ধকতা দূর করে অবিলম্বে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার সব পদক্ষেপ নিতে মাননীয় প্রধান বিচারপতির কাছে জোর অনুরোধ  জানান গণমাধ্যমকর্মীরা ও শিমুলের পরিবার।
অনুষ্ঠানে শাহজাদপুরে কর্মরত সকল গণমাধ্যমকর্মী, শিমুলের পরিবার ও গ্রামবাসী এবং বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহণ করে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD