1. sm.khakon@gmail.com : bkantho :
বেলকুচির বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম আবু কোরাইশী খানের ৪০তম মৃত্যু বার্ষিকী পালন - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

বেলকুচির বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম আবু কোরাইশী খানের ৪০তম মৃত্যু বার্ষিকী পালন

হারুন অর রশিদ খান হাসান,সিরাজগঞ্জ
  • রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ৯৯ বার পড়া হয়েছে
বেলকুচির বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম আবু কোরাইশী খানের ৪০তম মৃত্যু বার্ষিকী পালন
সিরাজগঞ্জের বেলকুচির বিশিষ্ট শিক্ষানুরাগী, বেলকুচি সরকারি কলেজ, সোহাগপুর নুতনপাড়া এ.এস উচ্চ বিদ্যালয়,সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,শেরনগর মুকুন্দগাতী মসজিদ -ই-নাইম ও সামাজিক কবরস্থানসহ অসংখ্য মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ এর  প্রতিষ্ঠাতা, মানব দরদী মরহুম আবু কোরাইশী খান এর ৪০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২৮জানুয়ারী) বাদ ফজর থেকে পবিত্র কোরআন খানি, সকাল ১০ঘটিকার সময় মরহুমের কবর জিয়ারত করা হয়।
সকাল ১১ঘটিকার সময় শেরনগরস্হ মরহুমের বাস ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, বিশিষ্ট মুরুব্বি ও সমাজসেবক আলহাজ্ব মো.আলী আকবর মোল্লা ও পরিচালনা করেন, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খায়রুল ইসলাম আইয়ুব।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মরহুমের জ্যেষ্ঠ পুত্র, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব গোলাম মওলা খান বাবলু। বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক মাওলানা মোঃ গোলাম মওলা সরকার,বেলকুচি উপজেলা বিএনপি নেতা মজ্নু শিকদার প্রমুখ।
এসময় বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুর রাজ্জাক মন্ডল,পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফি,বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক  যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন আকন্দ, সাবেক ভিপি মোখলেছুর রহমান, বেলকুচি উপজেলা তাঁতী দলের সভাপতি শাহাআলম মেম্বার সাধারণ সম্পাদক সেলিম সরকার,পৌর তাঁতী দলের সভাপতি সেলিম ভূইয়া, সাধারন সম্পাদক ফরিদ সরকার, জেলা ছাত্র দলের সহ-সভাপতি তারেক আরফানসহ বেলকুচি,  চৌহালী ও এনায়েতপুর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন, আলহাজ্ব মাওলানা মোঃ গোলাম মওলা সরকার।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD