সুনামগঞ্জের শাল্লা উপজেলায় এশিয়ান টেলিভিশনের ১০ বছর পেরিয়ে ১১ বছরে পদার্পন উপলক্ষে নানা আয়োজনে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের সামন থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে এশিয়ান টিভির শাল্লা প্রতিনিধি বিপ্লব রায়ের পরিচালনা ও শাল্লা প্রেসক্লাবের সভাপতি বকুল আহমেদ তালুকদারের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. দিপু রঞ্জন দাস, শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ ফজলুল করিম, সাংবাদিক রুহুল আমিন, শান্ত কুমার তালুকদার, স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল বারী লেলিন, বর্তমান সদস্য সচিব অজয় তালুকদার, যুবলীগ নেতা লাল আমিন তালুকদার, সাংবাদিক পাবেল আহমেদসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply