নতুন বছরের শুরুতে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক দেশবাসীকে পাঁচটি প্রতিশ্রুতি দিয়েছেন। তার দেয়া এই প্রতিশ্রতি গুলির মধ্যে রয়েছে মূল্যস্ফীতি অর্ধেকে নামিয়ে এনে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো, সরকারি ঋণ কমিয়ে আনা, এনএইচএস এ রোগীদের অপেক্ষার সময় কমিয়ে আনা এবং অবৈধভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে মাইগ্রেনটদের ব্রিটেনে প্রবেশ বন্ধের ঘোষনা।
ঋষি সোনাক জোর দিয়ে বলেন এই পাঁচটি ওয়াদা পূরনে তার সরকার কাজ করবে। ২০২৩ নতুন বছর হলেও গেল বছরের সমস্যাগুলো নিয়েই দেশবাসী এখনও চিন্তিত। প্রধানমন্ত্রী বললেন, দেশবাসীর উদ্বেগ তিনি বোঝেন।চলতি শীত মৌসুমে তীব্র চাপ যাচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার ওপর। প্রয়োজনের সময় এনএইচএস এর সেবা পাওয়া যাবে- এমন নিশ্চয়তা দিতে পারছেন না সংশ্লিষ্টরাও। প্রধানমন্ত্রীর নতুন বছরের এই ভাষনে দেশকে নিয়ে তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরেছেন।
ইংলিশ চ্যানেলের মাইগ্রেনট সংকট থেকে শুরু করে দেশের অর্থনীতি, ঋষি সুনাক এসব বিষয়ে কী লক্ষ্য অর্জন করতে চান, তাঁর বর্ণনা দিলেন বিষদভাবে। ভবিষ্যতে এসব বিষয়ে তাঁকে জবাবদিহি করার আহবানও জানালেন। রাজনীতিবিদ হিসাবে কোন কোন বিষয় তাঁকে অনুপ্রাণিত করে, তারও বর্ণনা দেন প্রধানমন্ত্রী। তিনি বললেন ইংল্যান্ডের কিশোর-তরুণদের জন্য ১৮ বছর পর্যন্ত বাধ্যতামূলক গণিত শিক্ষা চালু করতে চান তিনি। সমাজবিরোধী কর্মকাণ্ড বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
অবশ্য, কিভাবে এনটি সোশ্যাল বিহেভিয়ার তিনি দমন করবেন, সে বিষয়ে কিছু বলেননি। পারিবারিক বন্ধন এবং পারিবারিক জীবনের গুরুত্ব নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী।চলতি শীত মৌসুমে এনএইচএস এর সংকট দূর করবেন, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময়ের প্রতিশ্রুতি দেননি প্রধানমন্ত্রী। প্রধানবিরোধী দল লেবার পার্টি প্রধানমন্ত্রীর ভাষনের সমালোচনা করে বলছে কনজারভেটিভ দল জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
১৩ বছর ক্ষমতায় থেকেও তাঁরা সমস্যার সমাধান করতে পারেনি, ভবিষ্যতেও পারবেনা।ছুটি কাটিয়ে ডাউনিং স্ট্রীটে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক, নতুন বছরের রাজনৈতিক মঞ্চ প্রস্তুত করতে। বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ ভাষন দেবেন লেবার নেতা কিয়ার স্টারমার। তিনিও তার বক্তব্যে দেশের জন্য বিকল্প দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply