1. sm.khakon@gmail.com : bkantho :
২০২২ সালে সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৮৯ জনের মৃত্যু,আহত কয়েক শতাধিক - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন

২০২২ সালে সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৮৯ জনের মৃত্যু,আহত কয়েক শতাধিক

হারুন অর রশিদ খান হাসান,সিরাজগঞ্জ
  • সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৩৩ বার পড়া হয়েছে
২০২২ সালে সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৮৯ জনের মৃত্যু,আহত কয়েক শতাধিক

সিরাজগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় গত ২০২২ সালে এক  বছরে অন্তত ৮৯ জনের মৃত্যু হয়েছে এছাড়া আহত হয়েছে আরও কয়েক শতাধিক। সিরাজগঞ্জের স্থানীয় বিভিন্ন পত্রিকা ও অন্যান্য গণমাধ্যমের তথ্যাদি থেকে জানা যায়:

গত বৃহস্পতিবার  ২৯ ডিসেম্বর ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকার রেলক্রসিংয়ে চলন্ত ট্রেনের ইঞ্জিনে যাত্রীবাহী বাসের ধাক্কায় হতাহতের ঘটনা ঘটেছে। নিহত হয়েছেন ১, আহতের সংখ্যা ২৪। প্রত্যক্ষ দর্শীরা জানান, ভোরে ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস কড্ডার মোড় রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে ওই এলাকা পার হচ্ছিল। বাসটি দ্রুত গতিতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় ২৫ জন আহত হন।

এর একদিন আগে  ২৮ ডিসেম্বর বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে উল্লাপাড়া উপজেলার ট্যাংকলরির চাপায় ইনজামুল (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই মোটরসাইকেলের আরও দুই যাত্রী আহত হয়েছেন।উপজেলার চৌকিদহ ব্রিজ এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইনজামুল উপজেলার চর নূরগঞ্জ গ্রামের নজরুল ইসলামের ছেলে।

গত ১৭ ডিসেম্বর শনিবার দিনগত গভীর রাতে জেলার রায়গঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মাসুদ সরকার (৫৬) নামে এক মোটরসাইকেল চালক মারা গেছেন। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী সুলতানা পারভীন (৪৮) ও  মেয়ে মুবাশরা (১২)। নিহত মাসুদ সরকার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের মোকছেদ আলী সরকারের ছেলে।

এর দুইদিন আগে১৫ ডিসেম্বর সকালে সিরাজগঞ্জ-নলকা চারলেন মহাসড়কে সদর উপজেলার শিয়ালকোলে বাসচাপায় শরিফুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।  এ দুর্ঘটনায় ওই মোটরসাইকেলের আরেক যাত্রী আহত হয়েছেন। নিহত শরিফুল ইসলাম উল্লাপাড়া উপজেলার বেতকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে জেলার রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের সাহেবগঞ্জ বাজার এলাকায় বাসচাপায় নেভী খাতুন (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। নিহত নেভী খাতুন সলঙ্গার দওকুশা বুড়িরবাড়ী গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।

সোমবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেরখালী নামক এলাকায় মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন কলেজছাত্র দুই বন্ধু। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক বন্ধু। নিহতরা হলেন- উপজেলার বারুহাস ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের হাজী শামসুল আলমের ছেলে রাব্বী আহমেদ (২২) ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর গ্রামের শামীম আহমেদ (২৩)। আহত নাজমুল হাসান রাজ নওগাঁ জেলার সাপাহার থানার বাসিন্দা। তারা তিনজনই রাজশাহী কলেজের ছাত্র।

রোববার (২৩ অক্টোবর) দুপুরের দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে শাহজাদপুর উপজেলার সিদিমতলা মোড়ে ভটভটি ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (১০ অক্টোবর) সকালে হাটিকুমরুল-পাবনা মহাসড়কে শাহজাদপুর উপজেলার সরিষাকোল নামক স্থানে অ্যাম্বুলেন্সের সঙ্গে অটোরিকশার সঙ্গে আসাদুজ্জামান মোল্লা (৪৭) নামে পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (০৩ অক্টোবর) জেলার কামারখন্দে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয় মাইক্রোবাসের আরোহী। নিহতরা হলেন- নাটোর জেলার বড়াইগ্রাম এলাকার আব্দুস সাত্তারের ছেলে জাহাঙ্গীর হোসেন (৫০) ও তার স্ত্রী পান্না খাতুন (৪৫) এবং একই থানার মাঝগ্রাম এলাকার নূর ইসলামের ছেলে মাইক্রোবাসের চালক সেলিম (৩৫), রফিকুল ইসলাম (৪০) নামে একজন মারা যান।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে তাড়াশে মহাসড়ক থেকে অজ্ঞাত (৩৮) এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চড় হামকুড়িয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় শনাক্ত করতে কাজ করছে সিআইডি ও পিবিআই।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের কাশিয়াহাটা এলাকায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে একজন শিশু রয়েছেন। নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার বেতকান্দি গ্রামের হযরত আলীর ছেলে ও সরকারি আকবর আলী কলেজের ডিগ্রি প্রথমবর্ষের ছাত্র আব্দুল মালেক (২২), একই উপজেলার ভদ্রকোল গ্রামের হোসেন আলীর ছেলে ইয়ামিন (৮)।

বুধবার (১৪ সেপ্টেম্বর) হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে সলঙ্গা থানার ভুইয়াগাতি বাজার এলাকার রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আবুল হাসেম (৩২) নামে এক পিকআপভ্যানের চালক নিহত হয়েছেন। নিহত আবুল হাসেম সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের চৌধুরী ঘুঘাট গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উপজেলার হামকুড়িয়া এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি ও ব্যাটারি চালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে আলাউদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  নিহত আলাউদ্দিন হামকুড়িয়া গ্রামের মৃত আজিজলের ছেলে।

শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া-মোহনপুর আঞ্চলিক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল সাত বছরের শিশু মারিয়া। আকষ্মিক একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে ছেঁচড়ে নিয়ে গেল বেশ কয়েক মিটার।

রোববার (১৪ আগস্ট) বিকেলে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দাথিয়াদিগর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শামসুল আলম (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত শামসুল আলম উল্লাপাড়া উপজেলার বাগন্দা এলাকার সুরত আলীর ছেলে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে ভুইয়াগাঁতী-তাড়াশ আঞ্চলিক সড়কের দেওভোগ এলাকায় বাসের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৬৫) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। নিহত আব্দুর রাজ্জাক রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের হাজীপুর গ্রামের বাসিন্দা।

রোববার (৩১ জুলাই) দুপুরের দিকে তাড়াশ-নিমগাছী আঞ্চলিক সড়কে উপজেলার ধাপের ব্রিজ এলাকায় ট্রাকচাপায় অখিল চন্দ্র (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর দুই মোটরসাইকেল আরোহীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। নিহত অখিল বগুড়া জেলার শেরপুর পৌর এলাকার অসীম।

বুধবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের পাঙ্গাসী বড় ব্রিজের ওপর বালুবাহী ট্রাকের চাপায় ভানু বেগম (৬৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। ভানু বেগম পাঙ্গাসী ইউনিয়নের দেউলমুড়া উত্তরপাড়া এলাকার মৃত বেলায়েত হোসেনের স্ত্রী।

সোমবার (১৮ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে কামারখন্দ উপজেলার ঝাঐল ওভার ব্রীজের ওপর লং ভেহিক্যালকে পেছন থেকে ধাক্কা দিয়ে প্রাণ হারালেন বাসের চালক। এছাড়া আহত হয়েছেন আরও এক নারী যাত্রী। তবে হতাহতের নাম পরিচয় জানা যায়নি।

রোববার (১৭ জুলাই) ভোরে নগরবাড়ি-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ভূঈয়াগাঁতী এলাকায় ও শনিবার (১৬ জুলাই) গভীর রাতে সিরাজগঞ্জ-মুলিবাড়ী আঞ্চলিক সড়কের চর মিরপুর বিয়ারা ঘাট মহল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন রংপুর জেলার কাউনিয়া এলাকার ওমর ফারুক (৩২) ও সিরাজগঞ্জ পৌর এলাকার চর মালশাপাড়া মহল্লার আব্দুল মজিদ (৫২)।

শনিবার (১৬ জুলাই) তাড়াশে একটি যাত্রীবাহী বাস উল্টো লেনে এসে পর পর দুটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা ৪ এ ঘটনায়  আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার (১৫ জুলাই) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উপজেলার মহিষলুটি এলাকায় পিকআপ ভ্যানে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন দুই যুবক। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন-নাটোর জেলার গুরুদাসপুর থানার দত্তকানাই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে পিকআপ ভ্যানচালক কিরণ মৃধা (২৮) ও সিরাজগঞ্জ সদর উপজেলার রেলওয়ে কলোনির জাহাঙ্গীর আলম (৪৭)।

শুক্রবার (৮ জুলাই) ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় নিহতদের মধ্যে শাকিল (২৫) নামে একজনের নাম ঠিকানা পাওয়া গেছে। তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মকবুল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া নামক স্থানে বাসচাপায় সুশান্ত কুমার সাহা (৪২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।  নিহত সুশান্ত কুমার সাহা ওরফে জগাই উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাতী মহল্লার সুশীল কুমার সাহার ছেলে।

শুক্রবার (১০ জুন) রাতে উল্লাপাড়া-কামারখন্দ আঞ্চলিক সড়কে শাহবাজপুর গ্রামে শ্যালো ইঞ্জিনচালিত নছিমন খাদে পড়ে আলহাজ্ব উদ্দিন (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নছিমনের তিনজন যাত্রী। নিহত আলহাজ্ব উদ্দিন উল্লাপাড়ার বেতবাড়ী গ্রামের আবু তালেব খোকার ছেলে।

বুধবার (৮ জুন) দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার বাদেকুশা নামক স্থানে রাস্তা পারাপারের সময় বাসচাপায় রহিমা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত রহিমা খাতুন ওই গ্রামের মৃত মছির উদ্দিনের স্ত্রী।

সোমবার (৬ জুন) দুপুরে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় খলিল প্রামানিক (৪০) নামে এক মানষিক ভারসাম্যহীন পথচারী নিহত হয়েছেন। নিহত খলিল মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া খানপাড়া গ্রামের মৃত কাজেম প্রামানিকের ছেলে।

বুধবার (১ জুন) দুপুরের দিকে সিরাজগঞ্জ-নলকা চারলেন সড়কে শিয়ালকোল বাজারে প্রাইভেটকার চাপায় সোহরাব আলী (৫৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক রিকশাযাত্রী। সোহরাব আলী শিয়ালকোল ইউনিয়নের বড়হামকুড়িয়া গ্রামের বাসিন্দা। আহত গোলাম হোসেন (৬৭) শিয়ালকোল গ্রামের মৃত্যু দানেজ আলীর ছেলে।

বৃহস্পতিবার (২৬ মে) সকালে উপজেলার বারুহাস ইউনিয়নের তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কে ইসলাম (৩৫) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইসলাম উপজেলার সান্দ্রা গ্রামের আব্দুল আজিজের ছেলে।

বৃহস্পতিবার (২৬ মে) ভোরে ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন রামারচর এলাকায় পাথর বোঝাই ট্রাক ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৫ কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আরও ৬ লেগুনা যাত্রী হয়েছেন। নিহতরা হলেন- নাটোর জেলার বাগাতিপাড়া থানার ছোটপাকা গ্রামের আব্দুল মজিদের ছেলে মকুল হোসেন, (৩৫) আবুল বাশারের ছেলে মনির হোসেন (৩৪) একই থানার বাশবাড়িয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৩৫), ইজাল হকের ছেলে আব্দুল হালিম (৪৫) ও গুরুদাসপুর থানার জুমাইগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হায়দার আলী (৪০)।

শুক্রবার (২০ মে) বিকেলে জেলার উল্লাপাড়া থেকে আলম খন্দকার (৪৫) নামে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া রতনদিয়ার এলাকার বাজার দিয়ার বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বুধবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মাহসড়কে সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় কাভার্ডভ্যান চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী এক শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন একজন। নিহতরা হলেন, সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামের রোজিনা সুলতানা (৩৭) ও একই গ্রামের নাজমুল হাসানের মেয়ে আয়েশা খাতুন (৬)।

সোমবার (১৬ মে) দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার এলাকায় বাসচাপায় আব্দুল্লাহ আল মামুন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আব্দুল্লাহ আল মামুন জামালপুর জেলার বকশীগঞ্জ থানার কামালপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

সোমবার (১৬ মে) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যানবাহনের চাপায় আবুল কালাম (৩২) নামে ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি গ্রামীণ ব্যাংকের বগুড়া জোনের শেরপুরের কুসুম্বী শাখার সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি উল্লাপাড়া উপজেলার চকচৌবিলা গ্রামে। উপজেলার পাটধারী এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।

শুক্রবার (১৩ মে) সকালে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের শাহানগাছা এলাকায় পিকআপ ভ্যানের চাপায় ব্যাটারি চালিত ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। নিহত ব্যক্তির নাম মদন কুমার (৩৫)।

শুক্রবার (১৩ মে) সকালে পিপুলবাড়ীয়া সোনামুখি আঞ্চলিক সড়কে সদর উপজেলার মহিষামুড়া এলাকায় ব্যাটারি চালিত অটোভ্যান খাদে পড়ে নাঈম সরকার (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে শাহাদাত হোসেন (১১) নামে একটি শিশু।

নিহত নাঈম সরকার মহিষামুড়া দক্ষিণপাড়ার আনোয়ার হোসেনের ছেলে।

সোমবার (৯ মে) সন্ধ্যার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে শাহজাদপুর উপজেলার মাদলা এলাকায় ট্রাকচাপায় হেজাব আলী (৩৮) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। নিহত হেজাব আলী একই উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়া মহল্লার মৃত বছির গাড়িয়ালের ছেলে।

সোমবার (৯ মে) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের আজুগড়া এলাকায় বালুবাহী ট্রাকচাপায় তারেক হোসেন (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী (বাইকার) নিহত হয়েছেন।

রোববার (৮ মে) সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলাধীন সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার হানিফ হোটেলের সামনে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসচাপায় মেহজাবিন তালুকদার শ্রেয়সী (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে সরকারি সালেহা ইসহাক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে সিমলা-রানীরহাট আঞ্চলিক সড়কে উপজেলার ধামাইনগর ইউনিয়নের উত্তর ফরিদপুর চৌরাস্তার পাগলা চড়া এলাকা থেকে মাথা থেঁতলে যাওয়া অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কোনো যানবাহন চাপায় যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

বুধবার (৪ মে) বিকেলে ঈদের দ্বিতীয় দিন বেপরোয়া বাইক ড্রাইভিংয়ে প্রাণ যায় হাফিজ (৮) নামে একটি শিশুর। দুপুরে দিকে উপজেলার উধুনিয়া ইউনিয়নের গজাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (৩ মে) ঈদের দিনে ফাঁকা রাস্তায় বেপরোয়া মোটরসাইকেল ড্রাইভিংয়ে সিরাজগঞ্জে একাধিক দুর্ঘটনায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশ উপজেলার মহিষলুটি, ৬টার দিকে একই মহাসড়কের সলঙ্গা থানাধীন রামারচর, সন্ধ্যা ৭টার দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেরখালী, বিকেল সাড়ে ৫টার দিকে একই সড়কের বরইচড়া এবং বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে সদর উপজেলার বনবাড়িয়া এলাকায় এতে দুইজন নিহত ও অন্ত্যত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতরা হলেন- তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের বড়ইচড়া গ্রামের আবু বক্কারের ছেলে মেহেদী হাসান (১৭) ও মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের মোজাহার হোসেনের ছেলে শাকিল আহমেদ (১২)।

মঙ্গলবার (৩ মে) বিকেলে চৌহালী উপজেলার খাষপুকুরিয়া ইউনিয়নের কোদালিয়া বাজার ও সন্ধ্যায় কামারখন্দ উপজেলার কামারখন্দ-উল্লাপাড়া আঞ্চলিক সড়কে পৃথক ঘটনায় ব্যাটারিচালিত ইজিবাইকচাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত ফারহান (৫) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মো. সজিবের ছেলে ও শ্রাবন্তী (৪) কামারখন্দ উপজেলার শাহবাজপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম টোল প্লাজার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা লেগে আমিনুল (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ এপ্রিল) রাতে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কে এলাকায় বাসচাপায় মোহাম্মদুল্লাহ নামে মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন।  নিহত মোহাম্মদুল্লাহ এনায়েতপুর থানার বেতিল গ্রামের রফিকের ছেলে।

শুক্রবার (২৯ এপ্রিল) সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া নামক স্থানে ট্রাক চাপা দিয়ে কেড়ে নিল শান্তনা  (২৮) প্রাণ। এতে আহত হয়েছে তার শিশু সন্তান মাকছুদা (৭)।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল)কামারখন্দ উপজেলার কোনাবাড়ীর চোরাস্তা মোড়ে বাসচাপায় নিহত হয়েছেন লোকমান হোসেন (৩২) নামে মোটরসাইকেলের এক আরোহী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া নামক স্থানে যাত্রীবাহী ভ্যানকে চাপ দিয়েছে একটি বাস। এতে বাবু (৪৫) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। নিহত বাবু উপজেলার বড়হর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে উপজেলার ভূঁইয়াগাতী নামক স্থানে অজ্ঞাত যানবাহনের চাপায় ফিরোজ মিয়া (৩৭) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।  নিহত ফিরোজ মিয়া রংপুর জেলার পীরগাছা উপজেলার বিঘটারি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

শনিবার (৯ এপ্রিল) সকাল ১১ টার দিকে তাড়াশ-মাগুড়া-আঞ্চলিক সড়কের মাগুড়ামুকুন্দ গ্রামে ডাম্প ট্রাক উল্টে আপন (২৫) নামে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হেলপার শাহাদত (৩০)।

রোববার (০৩ এপ্রিল) সন্ধ্যায় হাটিকুমরুল-নগরবাড়ি মহাসড়কের বালসাবাড়ি এলাকায় ট্রাকচাপায় আব্দুর রাজ্জাক আকন্দ (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

রোববার (১৩ মার্চ) রাতে হাটিকুমরুল-বগুড়া মহাড়কের রায়গঞ্জ উপজেলার বুড়ির বাড়ি এলাকায় কাভার্ডভ্যানচাপায় সারমিন খাতুন (২৪) নামে একজন অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন। নিহত সারমিন রায়গঞ্জ উপজেলার কুমাজপুর গ্রামের লিখনের স্ত্রী।

শুক্রবার (১১ মার্চ) বিকেলে সয়দাবাদ এলাকার মুলিবাড়ি চেকপোস্টের আগে কাভার্ডভ্যান চাপায় রাফিউল ইসলাম সবুজ (৪৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাড়কের সলঙ্গা থানার রয়হাটি এলাকায় কাভার্ডভ্যান চাপায় আলাউদ্দিন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত আলাউদ্দিন নাটোর জেলার সিংড়া উপজেলার তালঘড়িয়া গ্রামের আমিনের ছেলে।

শুক্রবার (৪ মার্চ) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সয়দাবাদ এলাকায় অজ্ঞাত যানবাহনের চাপায় এক পথচারী (৬৫) নিহত হয়েছেন। নিহত বৃদ্ধ স্থানীয় দুখিয়াবাড়ী মহল্লার বাসিন্দা বলে জানা গেছে। তবে তার নাম জানা যায়নি।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার চর ঝাঐল এলাকায় বাসের ধাক্কায় পিকআপের ২ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক যাত্রী।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে পৌর এলাকার নিউ ঢাকা রোডের মালশাপাড়া কবরস্থানের সামনে পাথর বোঝাই ট্রাকের চাপায় সজীব (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার সঙ্গে থাকা সুবেল।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের হাসিল নামক এলাকায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন ইজিবাইক যাত্রী। নিহতদের  ফুলকোচা গ্রামের মানিক হালদার (৬০),(৩৬)

শনিবার (২৯ জানুয়ারি) সকালে হাটিকুমরুল বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার দত্তকুশা এলাকায় ও একই সময়ে হাটিকুমরুল-নাটোর মহাসড়কে উল্লাপাড়া উপজেলার নাঈমুড়ী রুয়াপাড়া এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার গাড়ীশাপাড়া গ্রামের মজিবর রহমানেরে মেয়ে মাহমুদা আক্তার মিশু (২৫) ও রায়গঞ্জ উপজেলার ধামাইনগর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মকবুল হোসেন (৫০)।

সোমবার (২৪ জানুয়ারি) বাসচাপায় আহত উল্লাপাড়া পৌর ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুস সালাম (৪২) দুপুরের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার কয়ড়া সড়াতৈল গ্রামের মোজাহার হোসেনের ছেলে।

বুধবার এর আগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কে উপজেলার মেঘুল্লা এলাকায় দুর্ঘটনায় ঘটনাস্থলে এক বৃদ্ধের মৃত্যু হয়,পরে এ দুর্ঘটনা ঘটে। গত(১৯ জানুয়ারি) সকালে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী আহত হয়ে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আতিকার (১০) মৃত্যু হয়েছে। নিহত আতিকা বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের নুর মহলের মেয়ে। এ নিয়ে দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী বাজার এলাকায় পথে বাবার হাত থেকে ছুটে দৌড়ানোর সময় ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় মৃত্যু হয়েছে তার। পাঁচ বছরের শিশু ওমর আলী বায়না ধরেছিল বাবার সঙ্গে বাজারে যাবে। ছেলের বায়না মেটাতে হাতে ধরে তাকে বাজারে নিয়ে আসছিলেন বাবা আব্দুল মমিন সর্দার। মর্মান্তিক এ ঘটনা ঘটে।

সোমবার (৩ জানুয়ারি) দুপুরের দিকে উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিড়া কালিবাড়ি মহল্লায় ট্রাকচাপায় নিরব সরকার আবির (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।  নিহত আবির উল্লাপাড়ার ঝিকিড়া মহল্লার এস এম রিগানের ছেলে এবং স্থানীয় একটি কেজি স্কুলের নার্সারির ছাত্র।

গত বছরে২০২১ শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় বাস উল্টে পাশের রাস্তায় ছিটকে পড়ে একটি ভ্যানকে চাপা দিলে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জে দুর্ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে, জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান সালেক বলেন, দুর্ঘটনা রোধে কাজ করছে পুলিশ। আইনকে না মানার কারণে এই সড়ক দুর্ঘটনা বেশি হওয়ার মূল কারণ। বিশেষ করে উঠতি ছেলেদের মোটরসাইকেল কিনে দেওয়ার কারণে এই সড়ক দুর্ঘটনা বেশি হচ্ছে,  সমাজের অভিভাবকেরা সচেতনতা হলেই এই দূর্ঘটনা রোধ সম্ভব।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD