1. sm.khakon@gmail.com : bkantho :
হবিগঞ্জ জেলাজুড়ে বই বিতরণ উৎসব - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

হবিগঞ্জ জেলাজুড়ে বই বিতরণ উৎসব

কামরুল হাসান কাজল, হবিগঞ্জ
  • রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৯৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জ জেলার নয়টি উপজেলায় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ ১ জানুয়ারি বছরের প্রথম দিনে এই বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। জেলা শহরের বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ করেন হবিগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির এমপি। এদিকে, জেলায় আজ শতভাগ নতুন বই বিতরণ করা সম্ভব হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নতুন বইয়ের ঘাটতি রয়েছে প্রাথমি স্তরের ২০ শতাংশ এবং মাধ্যমিকে ২৬ শতাংশ। জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলাজুড়ে এবার মাধ্যমিক, দাখিল, এবতেদায়ী, ভোকেশনাল, কারিগরি বোর্ডের শিক্ষার্থীদের জন্য নতুন বইয়ের চাহিদা ৩১ লাখ ২ হাজার ৬৭৯। এর মধ্যে শনিবার বিকেল পর্যন্ত ২১ লাখ ৮৩ হাজার ১৮টি নতুন বই এসে পৌঁছেছে। যা বই বিতরণ প্রাপ্তির সংখ্যা ৭০ শতাংশ।

এরমধ্যে মাধ্যমিকে ২২ লাখ ৬৬ হাজার ৬৭টি বইয়ের চাহিদার বিপরীতে পাওয়া গেছে ১৫ লাখ ৫৯ হাজার ৭৩৪টি বই। দাখিলের ৫ লাখ ২৬ হাজার ৪১৩টি বইয়ের চাহিদার বিপরীতে পাওয়া গেছে ৩ লাখ ৬০ হাজার ৩৮০টি বই। এছাড়া এবতেদায়ীর ২ লাখ ৫৬ হাজার ৭২৪টি বইয়ের চাহিদার সকল বই পাওয়া গেছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, জেলার ১ হাজার ৫২টি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হবে।

শনিবার সন্ধ্যা পর্যন্ত জেলায় চাহিদার ৮০ শতাংশ নতুন বই এসে পৌঁছেছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মাওলা জানান, ইতিমধ্যে বই উৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রাথমিক শিক্ষা অফিস। এখন পর্যন্ত চাহিদার ৮০ শতাংশ নতুন বই এসে পৌঁছেছে। আশা করি দ্রুত বাকি বইগুলোও এসে পৌঁছাবে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ বলেন, ‘এবার জেলায় শিক্ষার্থীদের চাহিদানুযায়ী প্রাপ্তির ৮০ শতাংশ নতুন বই বিতরণ করা হবে। ইতিমধ্যে প্রাপ্তির ৭০ শতাংশ বই এসে পৌঁছেছে। সকালে বই উৎসব উদ্বোধনের মধ্যে দিয়ে জেলাজুড়ে বই বিতরন শুরু হবে’।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD