হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল তিন ঘটিকায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান, আরফান উদ্দিন, মঞ্জু কুমার দাশ, জয়কুমার দাশ, এরশাদ আলী, আঃ আহাদ, আইডিয়াল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, অবসরপ্রাপ্ত শিক্ষক বিপুল ভ’ষন রায়, মডেল প্রেসক্লাবের সেকেটারি শিব্বির আহমদ আরজু, আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ ফুল, ইউএনও অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা সুব্রত দেব প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেছেন, ২০২২ খ্রি. সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ভালোই পার করেছি। বর্তমানে আইনশৃঙ্খলা ভাল। ২০২৩ খ্রি. যাতে ভালো যায় সেদিকে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সতর্ক হয়ে কাজ করার আহবান জানান তিনি।
সভাপতির বক্তব্যে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সকলকে ্এক যোগে কাজ করতে হবে। বিশেষ করে জুয়া ও মাদক নির্মূলে প্রয়োজনে দিবারাত্রী মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
এছাড়া নন্দীপাড়া এলাকায় খাল দখল করে ঘর নির্মানকারীর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করার আশ্বাস প্রদান করেন তিনি। এসময় বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকনে দাবীর প্রেক্ষিতে অতিথি ও বণ্য পাখি শিকার বন্ধ করতে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করার পাশাপাশি প্রতিটি ইউনিয়নে সচেতনতা মূলক মাইকিং করার সিদ্ধান্ত গৃহিত হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply