এসএসসি পরিক্ষার্থীদের এক বিষয়ে এফ গ্রেড পাওয়ায় জামালপুর জেলার মেলান্দহ উপজেলার হাজরাবাডি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৩৬ জন এসএসসি পরিক্ষার্থীদের ২০২২ সনের ২ বিষয়ে ( ক্যারিয়ার শিক্ষা ও শারিরিক শিক্ষা) ফেল পড়ায় আন্দোলনে নামে ভুক্তভোগী শিক্ষার্থীরা। আন্দোলনের ১০/১২ দিন পর ১২ডিসেম্বর সকাল ১০ টায় জামালপুর – মাদারগঞ্জ রোড়ে স্কুল ও কলেজ গেইটের মহাসড়কে ৩ ঘন্টা ব্যাপী আগুন জ্বালিয়ে অবরোধ ভাংচুর কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। পরে মাদারগঞ্জ পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া কবির ও হাজরাবাডি পৌরসভার মেয়র শামসুজ্জামান সুরুজ ও বাবু চেয়ারম্যান ঘটনাস্থলে এসে ২ দিনের মধ্যে সমস্যা সমধানের প্রধান শিক্ষক মো: আব্দুল মোতালেব বিএসসির কাছ থেকে অঙ্গিকার নিয়ে পরিস্থিতি শান্ত করেন।
আন্দোলনকারী মাফিয়া নামে এক শিক্ষার্থী বলেন- আমরা ২ শ’ করে টাকা দেয়ার পরেও ফেল পরেছি। এখন কেউ কোন কলেজেই ভর্তি হতে পারছিনা। আমাদের ৬৩৬ জন শিক্ষার্থীর একাদশ শ্রেণিতে ভর্তি অনিশ্চিত।
কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মো: আব্দুল মোতালেব বিএসসি বলেন – এটা অফিস সহকারি ওয়াজেদ আলির গাফলতি, অজ্ঞতার কারণেই হয়েছে। আমরা দ্রুত এর সমধানের জন্য চেষ্টা করছি। ইতিমধ্যে ময়মনসিংহ বোর্ডের সাথে কথা ও সমঝোতা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজেদুর রহমান ভূইয়া বলেন এই বিষয়টি নিয়ে বোর্ডে কথা বলেছি। বিষয়টি নিস্পত্তি না হওয়া পর্যন্ত কেউ ভর্তি হতে পারবে না।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর গাজী হাসান কামাল জানান- এ বিষয়ে আমাকে কেউ জানাইনি। পরীক্ষা নিয়ন্ত্রকর সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply