1. sm.khakon@gmail.com : bkantho :
বৈরী আবহাওয়া ও প্রচন্ড তুষারপাতে লন্ডনের জীবন যাত্রা অচল - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৭ পূর্বাহ্ন

বৈরী আবহাওয়া ও প্রচন্ড তুষারপাতে লন্ডনের জীবন যাত্রা অচল

মতিয়ার চৌধুরী, লন্ডন থেকে
  • সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৬৭ বার পড়া হয়েছে
বৈরী আবহাওয়া ও প্রচন্ড তুষারপাতে লন্ডনের জীবন যাত্রা অচল

বৈরি আবহাওয়া ও প্রচন্ড  তুষারপাতের কারণে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। তুষারে ঢাকা পড়েছে  পড়েছে লন্ডনের রাস্তাঘাট।  কয়েকটি  বিমানবন্দরে বিভিন্ন রুটের ৭০টিরও বেশী আন্তর্জাতিক  ফ্লাইট বাতিল করা হয়েছে। তুষারপাত ও ভারি কুয়াশার কারণে স্টানস্টেড,  হিথ্রো,  গ্যাটউইক ও সাউথেন্ড এয়ারপোর্টে   ফ্লাইট উঠা নামায় বিলম্বিত করা হচ্ছে। মধ্যরাত থেকেই লন্ডনে ব্যাপক তুষারপাত হচ্ছে। শ্বেতশুভ্র লন্ডনের বিভিন্ন অঞ্চলে তুষারসকাল উদযাপন করতে ছোট্ট সন্তানদের নিয়ে রাস্তায় নেমে এসেছেন অনেকে। পুরো লন্ডন যেন সেজেছে হোয়াইট ক্রিসমাস ডেকোরেশনে। লন্ডন সময় সোমবার (১২ ডিসেম্বর) সকাল পর্যন্ত স্কটল্যান্ড, লন্ডন ও দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের জন্য হলুদ আবহাওয়ার সতর্কতা রয়েছে, যা অব্যাহত থাকবে আরো দুদিন।

এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে ট্রেন চলাচলও বিঘ্ন হচ্ছে। বেশ কয়েকটি সড়কে দুর্ঘটনার পর চালকদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। স্ট্যানস্টেড বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত তুষারপাতের কারণে একমাত্র রানওয়েটি বন্ধ রাখা হয়েছে। তাই সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়।

সংশ্লিষ্ট একজন মুখপাত্র জানান বিমানগুলোকে ডি-আইসিং করার কারণে ফ্লাইটগুলো সাময়িক স্থগিত বা বিলম্ব করা হয়। নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। যাত্রীদের তাদের ফ্লাইটের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। জেমস লাভ নামে এক যাত্রী বলেন, তিনি স্ট্যানস্টেডে লোগান এয়ারের একটি ফ্লাইটে কয়েক ঘণ্টা আটকে ছিলেন। অনেক্ষণ অপেক্ষার পরও ফ্লাইটটি টেক অফ করতে পারেনি। এদিকে লন্ডনের লিবারপোল ষ্ট্রীট, ভিক্টোরিয়া,  কিংক্রস  ও ইষ্টন ষ্টেশন থেকে আন্তনগন ট্রেন সমূহের যাত্রা বিলম্বিত হচ্ছে। মটরওয়ে গুলোতে অধিক সতর্কতা জারি করা হচ্ছে। মটরওয়ে সহ বিভিন্ন রাস্থায় দুর্ঘটনা এড়াতে  গ্রিড ছিটানো হচ্ছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD