ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জেলা পরিষদ ডাক বাংলো প্রাঙ্গনে দুনীর্তি দমন কমিশন নবীনগর শাখার উদ্যোগে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবসে ‘দুর্নীতি বিরোধী’ মানব বন্ধনের আয়োজন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০ ঘটিকায় নবীনগর উপজেলা প্রশাসন ও স্থানীয় এনজিও হোপের সহযোগিতায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।
নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কামাল খন্দকারের সভাপতিত্বে সাংবাদিক ও নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটনের সঞ্চালনায় এতে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মোশাররফ হোসেন, নবীনগর প্রেসক্লাবের বর্তমান সভাপতি জালাল উদ্দীন মনির, নবীনগর প্রেক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, নবীনগর মডেল প্রেসক্লাবের সভাপতি আবু কাউছার, সাংবাদিক মোহাম্মদ হোসেন শান্তি, নবীনগর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোঃ ইছাক মিয়া, বীর মুক্তিযোদ্ধা শাহানসহ অন্যান্যরা।
বক্তরা নিজেদেরকে দুর্নীতি মুক্ত রেখে সমূলে দুর্নীতি নির্মূলে বক্তব্য প্রদান করেন।
এ সময় নবীনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রিন্ট ও অন-লাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply