হবিগঞ্জের বানিয়াচংয়ে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামিমা আক্তার, বানিয়াচং থানার ওসি তদন্ত আবু হানিফ, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান.
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকোরানা, ইউপি চেয়ারম্যান আঃ আহাদ আরফান উদ্দিন প্রমুখ। এছাড়া উপজেলা মহিলা বিষয়ক অফিসার কুহেলিকা সরকার, বানিয়াচং আইডিয়েল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, বিএসডি মলিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুবাশ্বির আহমদসহ বিভিন্ন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এসময় সংবাদ পত্রে ক্রোড়পত্র প্রকাশ করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়। এছাড়া জাতীয় ও জেলার আলোকে প্রতিটি অনুষ্ঠান যথাযথ সময়ে সম্পন্ন করার জন্য তাগিদ দিয়েছেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply