নবীগঞ্জে ২০২২ সালের প্রকাশিত এসএসসির ফলাফল ২৮ নভেম্বর প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষ বোর্ড সিলেটের অধীনে নবীগঞ্জ উপজেলায় এ বছর ২০ টি মাধ্যমিক বিদ্যালয়ে অংশগ্রহনকারী ৩ হাজার ২ শত ৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ হাজার ৬ শত ৭জন। পাসের হার ৮১.৩৯%।
এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৮৬ জন। তার মধ্যে সর্ব্বোচ্চ জিপিএ ৫ পেয়েছে নবীগঞ্জ শহরের যোগল কিশোর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ৪৪ টি জিপিএ ৫ পেয়ে চমক দেখিয়েছে। এছাড়া মাদ্রাসার দাখিল পরীক্ষায় ১৪টি মাদ্রাসায় ৯ শত ২০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৭ শত ৬৪ জন। মোট জিপিএ ৫ পেয়েছে ১৭ জন।পাসের হার ৮০.০৪।
এর মধ্যে সর্ব্বোচ্চ জিপিএ ৫ রুস্তমপুর মাদ্রাসায় ৭টি পেয়ে চমক দেখিয়েছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার এবং মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply