1. sm.khakon@gmail.com : bkantho :
বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে নবীগঞ্জের ইনাতগঞ্জের ডিস ব্যবসায়ীর রমরমা বানিজ্য।। গ্রাহকদের মাঝে চরম ক্ষোভ - বাংলা কণ্ঠ নিউজ
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন

বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে নবীগঞ্জের ইনাতগঞ্জের ডিস ব্যবসায়ীর রমরমা বানিজ্য।। গ্রাহকদের মাঝে চরম ক্ষোভ

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
  • সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১৪৪ বার পড়া হয়েছে
বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে নবীগঞ্জের ইনাতগঞ্জের ডিস ব্যবসায়ীর রমরমা বানিজ্য।। গ্রাহকদের মাঝে চরম ক্ষোভ
চলতি বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে ইনাতগঞ্জের ডিস ব্যবাসায়ীরা গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। পূণরায় সংযোগ নিতে হলে তাদের কাছ থেকে দুই হাজার টাকার মূল্যের চ্যানেল বৃদ্ধির বক্স নিতে হবে। অন্যতায় সংযোগ চালু করা হবেনা বলে জানিয়েছে তারা। ফলে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
জানাযায়,গত প্রায় একযুগ থেকে ইনাতগঞ্জ ইউনিয়নের বানিউন গ্রামের মৃত আমির উদ্দিনের পুত্র সোহেলরানাগংরা ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজার,ইনাতগঞ্জ বাজার,ঘোলডুবা
খেয়াঘাট বাজারসহ  ৩০টি গ্রাম, দীঘলবাক ইউনিয়নের ১০ টি গ্রামের  পাশাপাশি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ৬/৭ গ্রামের কয়েক হাজার গ্রাহকের মধ্যে ডিস সংযোগ দেন । প্রতি মাসে গ্রাহকদের কাছ থেকে মাসিক ফি ২৫০ টাকা আদায় করলেও শুরু থেকে বাংলাদেশী ১০/১২ টি চ্যানেলসহ ২০/২২ টি চ্যানেলের বেশী দেখা যায়না।
গত ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল খেলা। কিন্ত তার আগেই ১৮ নভেম্বর কৌশলে সব গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করে দেন ডিস ব্যবসায়ীরা। গ্রাহকরা সংযোগ বিচ্ছিন্ন দেখে মোবাইল ফোনে ও সরাসরি তাদের সাথে যোগাযোগ করলে তারা গ্রাহকদের বলেন, সরকারে পক্ষ থেকে ১৫ শ’ থেকে ২ হাজার টাকা মূল্যের চ্যানেল বক্স নিতে বলা হয়েছে। আমাদের কিছু করার নেই।
ডিস ব্যবসায়ীদের কথা শুনে গ্রাহকরা ক্ষোভে ফেটে পড়েছেন। গ্রাহকরা বলেন সম্প্রতি অনুষ্টিত টি ২০ ক্রিকেট বিশ্বকাপ জিটিভিতে চ্যানেল বক্স ছাড়াই  গ্রাহকরা নির্বিঘ্নে দেখেছেন।
চলতি বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে কৌশলে ডিস ব্যবসায়ীরা গ্রাহকদের হয়রানি করছেন।
এ ব্যাপারে গ্রাহক মালিক মিয়া বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেছেন গ্রাম হবে শহর। সেটা আজ বাস্তবে পরিণত হয়েছে। শহরের লোকের সাথে আমরাও গ্রামে বসে দেশ বিদেশের খবর ও খেলাধুলা দেখতে পারতাম। ডিস ব্যবসায়ীদের অতিলোভী মুনাফার কারণে দেশ বিদেশের খবরসহ বর্তমান বিশ্বকাপ খেলা দেখা থেকে বঞ্চিত  হচ্ছি। এ ব্যাপারে তিনি প্রশাসনের কাছে সঠিক প্রদক্ষেপ গ্রহণের দাবি জানান।
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামাল আহমেদ সুমন বলেন,ডিস ব্যবসায়ীরা সংযোগ বিচ্ছিন্ন করে আমাদের সাথে অন্যায় করেছে। চ্যানেল বক্স বিক্রির নামে ডিস ব্যবসায়ীরা গ্রাহকদের কাছ থেকে কোটি হাতিয়ে নেয়ার মিশন শুরু করেছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রাহক জানান,ডিস ব্যবসায়ীরা চ্যানেল বক্স কেনার  মনগড়া সিদ্ধান্ত দেয়ায় আজ আমরা হয়রানির শিকার।
এ ব্যাপারে ডিস ব্যবসায়ী সোহেল রানা বলেন,সরকারের নির্দেশনা মোতাবেক এক হাজার গ্রাহকের কাছে চ্যানেল বক্স  বিক্রি করে  তাদের নতুন সংযোগ চালু করেছি। যারা চ্যানেল বক্স আমাদের কাছ থেকে ক্রয় করবেনা তাদের সংযোগ বিচ্ছিন্ন থাকবে।
জিটিভির ক্যাবল অপারেটর ডিষ্টিবিউটর ম্যানেজার মোজাহিদ বলেন সারা দেশে কোথায়ও চ্যানেল বক্স বিক্রির নিয়ম নেই। আমি  ইনাতগঞ্জের ডিস ব্যবসায়ীদের বলেছি চ্যানেল বক্স বিক্রির নামে গ্রাহকদের হয়রানি না করার জন্য। পরবর্তীতে চ্যানেল বক্স বিক্রি বন্ধ করেছে কিনা জানার জন্য বার বার ফোন দিলেও তারা ফোন রিসিভ করেনি।
সময় টেলিভিশনের  ক্যাবল ডিষ্টিবিউটর সেকশনের তৌহিদ আলমের কাছে চ্যানেল বক্স বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,তাদের লাভের জন্য বিক্রি করা এটা তাদের নিজস্ব ব্যাপার। এটা আমাদের পক্ষ থেকে বলে দেয়া হয়নি। বিষয়টি আমি দেখবো।
ডিসের সংযোগ বিচ্ছিন্নের বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার বলেন,এ ব্যাপারে গ্রাহকদের অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD