শুরু হয়েছে জনপ্রিয় খেলা ফুটবলের বিশ্ব সেরা হওয়ার লড়াই। মাসব্যাপী চলবে এ টুর্নামেন্ট। আজ রাতে মাঠে নামছে ৬ দল। চলুনি জানা যাক কে কার প্রতিপক্ষ।
এছাড়াও বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্র মুখোমুখি হচ্ছে ওয়েলসের বিপক্ষে। আল রাইয়ান স্টেডিয়ামে অনুষ্টিত হবে ম্যাচটি।
দিনের প্রথম ম্যাচে অবশ্য ইরানের চেয়ে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। এর আগে কখনো মুখোমুখি হয়নি দু’দল। তাইতো প্রথম দেখা দু’দল-ই জয় দিয়ে সূচনা করতে মরিয়া হয়ে থাকবে। ইনল্যান্ড সর্বশেষ খেলা ৫ ম্যাচের কোনোটি-তেই জয়ের দেখা পায়নি। অন্যদিকে ইরানের সর্বশেষ খেলার তিনটাতেই রয়েছে জয়ের স্বাদ।
দিনের দ্বিতীয় এবং বিশ্বকাপের তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে সেনেগাল এবং নেদারল্যান্ডস। সেনেগাল সর্বশেষ খেলার তিনটিতেই পেয়েছে জয়। অন্যদিকে নেদারল্যান্ডস একটি ড্র করে, বাকি চারটিতে পেয়েছে জয়।
সবশেষে রাত ১টায় আসরের চতুর্থ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে ওয়েলস। ওয়েলস সর্বশেষ ৫ ম্যাচের একটিতে ড্র করলেও বাকি চারটিতেই হারতে হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র অবশ্য একটিতে জয় পেয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply