নবীগঞ্জের ইনাতগঞ্জ নিউক্যাসল বাংলাদেশ এসোসিয়েশনের উদ্যোগে বিগত বন্যায় ক্ষতিগ্রস্থ ২ শতাধিক পরিবারের মধ্যে আর্থিক বিতরণ করা হয়েছে।
বিগত সিলেট বিভাগে ভয়াবহ বন্যায় মানুষের ঘর বাড়ির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আশ্রয়হীন হয়ে পড়েন শত শত
মানুষ। এসব অসহায় মানুষকে সহযোগিতা করতে পাশে দাঁড়ায় উক্ত সংগঠন।
নবীগঞ্জ উপজেলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দীঘলবাক ইউনিয়নের গালিমপুর, মাধবপুর,কসবা,
ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর,প্রজাতপুর,মোস্তফাপুর গ্রামের বৃদ্ধ অসহায় প্রায় দু’ শতাধীক মানুষকে মাথাপিছু ৫ হাজার করে প্রায় ১০ লক্ষ টাকা বিতরণ করা হয়।
আর্থিক সহযোগিতা বিতরণ উপলক্ষে ১৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে সাবেক নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিউক্যাসল বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান ও বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স নর্থ ইষ্ট রিজিয়নের সভাপতি মাহতাব মিয়া,রিজিয়ন সেক্রেটারি আবুল বশর,এসিসট্যান্ট সেক্রেটারি হুমায়ুন চৌধুরী, ইমজা সিলেট সভাপতি ও চ্যানেল এস ইউকে চীফ রিপোর্টার মঈন উদ্দিন মনজু,নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন,প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল প্রমূখ।
উল্লেখ্য,নিউক্যাসল বাংলাদেশ এসোসিয়েশনের পক্ষে ইতিমধ্যে সিলেট বিভাগের কয়েকটি উপজেলায় বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে প্রায় ৪০ লক্ষ টাকা বিতরণ করেছে।
Leave a Reply