জামালপুরের মেলান্দহে কবি দিবস চাই শীর্ষক আলোচনা সভায় বিদ্রোহী স্মৃতি কাব্যের পর্যালোচনা করা হয়েছে।
এ উপলক্ষে ১৩ নভেম্বর সন্ধ্যা ৬টায় রিপোর্টার্স ইউনিটর কার্যালয়ে সৈকত সাহিত্য সংসদ এর আয়োজনে, সৈকত সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক-ইত্তেফাক সংবাদদাতা মো. শাহ্ জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-মহান মুক্তিযুদ্ধের সময় মেলান্দহতে প্রথম পতাকা উত্তোলনকারি ও গেরিলা যোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু।
অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন-দৈনিক সংবাদ সারাবেলার প্রতিনিধি আলমগীর আহম্মেদ শাহজাহান। প্রধান আলোচক ছিলেন-বিদ্রোহী স্মৃতি কাব্য গ্রন্থের লেখক কবি সোলাইমান হোসেন। স্বরচিত কবিতা আবৃত্তি জাতীয় কাজী নজরুল ইসলাম, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন-কর্ম আলোকপাতসহ স্বরচিত কবিতা-গান পরিবেশন করেন-কবি হাবিবুর রহমান, মিজানুর রহমান মজনু, মির্জা তৌহিদুল ইসলাম অটল।
এ ছাড়াও শিল্প-সাহিত্য মানবজীবনের প্রভাব শীর্ষক আলোচনা করেন-রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক -বাংলাদেশ প্রতিদিনের সংবাদদাতা শেখ ফরিদ, ভোরের কাগজের প্রতিনিধি সাকিব আল হাসান নাহিদপ্রমূখ।
Leave a Reply