জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) বিকাল তিনটায় জামালপুর সিংহজানী বয়েস স্কুল মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ এম এ মান্নান খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বলেন,নারীর ক্ষমতায়ন শব্দটি শেখ হাসিনাই সবার কাছে পরিচিতি এনে দিয়েছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু অশিম কুমার উকিল এমপি,কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মারুফা আক্তার পপি,সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং। জামালপুর সদর আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি।
অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোহাম্মদ বাকী বিল্লাহ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী।
বিষেশ বক্তা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আশরাফ তরফদার প্রমূখ।
Leave a Reply