সরিষাবাড়ি এক মায়ের আহাজারি আমার বুকের ধন আজ কোথায় আছে আমি জানি না, ছেলেকে পাওয়ার জন্য রাতে-দিনে কান্নাকাটি করি, খেয়ে না খেয়ে কত কষ্ট করে ছেলেকে মানুষ করেছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার ছেলেকে সন্ধানের দাবি জানাই–এমন ভাবেই কথাগুলো বললেন এক দু:খিনী মা আছমা বেগম। দীর্ঘদিন ধরে তার ছেলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি,রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান নিখোঁজ রয়েছেন। তাকে জীবিত উদ্ধার ও অপহরণকারীদের শাস্তির দাবিতে মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে জামালপুরের সরিষাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পরিবারবর্গ ও সরিষাবাড়ীর সর্বস্তরের জনগণের ব্যানারে স্থানীয় শিমলা বাজার বাসস্ট্যান্ড সড়কে বেলা ১১টা থেকে দুই ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন নিখোঁজ হান্নানের ভাই অ্যাডভোকেট আহছান উল্লাহ, সরিষাবাড়ী সরকারি পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুর রহমান, এড. মতিয়ার রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী মাস্টার , উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, মুক্তিযোদ্ধা মঞ্চ উপজেলা শাখার সভাপতি জুয়েল রানা জিতু, সাবেক কাউন্সিলর কালাচাঁদ পাল ও ছাত্রলীগ নেতা শরিফ আহমেদ নিরব প্রমুখ। এসময় মানববন্ধনে আওয়ামীলীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও প্রায় তিন সহস্রাধিক মানুষ অংশ গ্রহণ করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান ২০১৫ সালের ৭ ডিসেম্বর কলেজের আবাসিক কলোনি থেকে সন্ধায় রাস্তায় হাটাঁর জন্য বের হয়ে নিখোঁজ হন।পরে এ ঘটনায় ২০১৫ সালের ৮ ডিসেম্বর হান্নানের স্ত্রী তেজগাঁও কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা সুলতানা বিউটি বাদী হয়ে শেরে বাংলানগর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
Leave a Reply