ইনজুরিতে পড়ে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে অনুষ্ঠেয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি খেলতে পারছেন না টাইগার ওপেনার ইমরুল কায়েস। তার পরিবর্তে অভিষেক হতে পারে তরুণ ব্যাটসম্যান সাদমান ইসলামের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র বিষয়টি রোববার (২৫ নভেম্বর) সংবাদ মাধ্যমকে জানিয়েছে।
সূত্রমতে, ‘চট্টগ্রামে প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন ইমরুল কাঁধে ও গোড়ালিতে চোট পেয়েছে। ফলে খেলতে পারছে না। ওর জায়গায় সাদমান খেলবে।’
ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ৭৩ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন সাদমান।
আগামী ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শেষ টেস্ট ম্যাচটি।
চট্টগ্রামে প্রথমটিতে সফরকারী ক্যারিবীয়ানদের ৬৪ রানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে স্বাগতিক বাংলাদেশ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply