1. sm.khakon@gmail.com : bkantho :
বানিয়াচংয়ে ৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে ৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

হবিগঞ্জ প্রতিনিধি
  • শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে ৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা
উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ সভাপতির বক্তব্য রাখছেন।.

“বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যে হবিগঞ্জের বানিয়াচংয়ে ৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

০৫ নভেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় একটি র‌্যালি বানিয়াচং উপজেলা সদরের কয়েকটি সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মাঠে জাতীয় ও সমবায় প্রতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির কার্যক্রম শুুরু করা হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে সমবায় বিভাগের আয়োজনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। সহকারী পরিদর্শক আবুল কালাম আজাদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, জেলা পরিষদ সদস্য ইমরান মিয়া, সিনিয়র মৎস্য অফিসার নুরুল ইকরাম, মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক শিব্বির আহমদ আরজু,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আবু আশরাফ চৌধূরী বাবু, কাতিয়ারবন পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারন সম্পাদক সাইফুল জাহান রুজেল ও আড়িয়া মুগুর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি চিরঞ্জিব দাস। এছাড়া সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভাশেষে শ্রেষ্ট সমিতি হিসেবে আড়িয়া মুগুর মৎস্যজীবি সমবায় সমিতি, কাতিয়ারবন পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি ও শাহপরান মৎস্য আরৎ ব্যবসায়ী সমবায় সমিতিকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD