হবিগঞ্জের বানিয়াচংয়ে ৮ মন চোলাই মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ অক্টোবর রাতে আড়িয়ামুগুর এলাকা থেকে বানিয়াচং থানা পুলিশ আড়িয়ামুগুর নতুন হাটি গ্রামের মৃত অন্নদা সন্যাসী দাসের পুত্র জুয়েল দাস (৩৫), আগুয়া গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র শফিক মিয়া (৩৫) ও আগুয়া গ্রামের ললিত রবিদাসের পুত্র শ্যামল রবিদাস (৩৮) কে গ্রেফতার করে।
বানিয়াচং থানা সূত্রে জানা যায়, দীর্ঘদির যাবত কয়েকজন মাদক কারবারি বানিয়াচংয়ের পল্লী ঐসব গ্রামে ব্যবসা করে আসছি।
সোর্সের মাধ্যমে খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব’র নেতৃত্বে একদল পুলিশ ৫নং দৌলতপুর ইউনিয়নের আড়িয়ামুগুর গ্রামে অভিযান চালিয়ে ৩২৪ লিটার চোলাই মদসহ তিন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply