হবিগঞ্জ জেলা পর্যায়ে জাতীয়শিক্ষা পদক ২০২৩ প্রতিযোগীতায় প্রাথমিক বিদ্যালয়(এস এমসি)স্কুল ম্যানেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পৌর এলাকার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি উত্তম কুমার পাল হিমেল।
হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ অক্টোবর সোমবার বিকালে এ ঘোষণা দেয়া হয়। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটিতে দীর্ঘদিন যাবত সততা,স্বচ্ছতা ও দক্ষতার সাথে সভাপতির দায়িত্ব পালন করছেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল।
শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে প্রথমে নবীগঞ্জ উপজেলায় এবং পরবর্তীতে জেলায় শ্রেষ্ট সভাপতি নির্বাচিত করা হলো।
প্রাথমিক বিদ্যালয়(এস এমসি)স্কুল ম্যানেজিং কমিটির হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় হবিগঞ্জ জেলা প্রশাসক এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে সাংবাদিক হিমেল আগামীদিনে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগীতায় সকলের সহযোগীতা কামনা করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply