সুনামগঞ্জের শাল্লা উপজেলায় শালিসের নাম করে কিশোরি ধর্ষণ মামলার প্রধান আসামী ও উপজেলার বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু ও একই পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার দেবব্রত দাস মাতবরকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর রাজনৈতিক প্রভাব খাটিয়ে সুনামগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন তার ভাই খায়রুল কবির রুমেনের স্বপক্ষে শাল্লা নির্বাচনী জনসংযোগে আসেন। ওইদিন কিশোরি ধর্ষণ মামলার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু বিনা জামিনে পুলিশ প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজনৈতিক প্রভাবে ব্যারিষ্টার এনামুল কবির ইমনের সাথে উপজেলা সদরের বিভিন্ন স্থানে প্রকাশ্যে জনসংযোগে অংশ গ্রহণ করে এবং তার ইউপি অফিসে এক মতবিনিময় সভায় দাম্ভিকতার সাথে অংশ
গ্রহণ করে।
অন্যদিকে কিশোরির ভাই শাল্লা থানার অফিসার ইনচার্জকে মোবাইলে বিষয়টি অবগত করলেও অফিসার ইনচার্জ আসামীকে গ্রেফতার করতে পারেনি। পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিকেলেই পালিয়ে যায় বিশ্ব^জিৎ চৌধুরী নান্টু। এর পরেই নড়েচড়ে বসে শাল্লা থানা পুলিশ।
জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা এ দুই আসামীকে শুক্রবার ৩০সেপ্টেম্বর বিকেলে সুনামগঞ্জ জেলা শহর থেকে গ্রেফতার করেন।
শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম নিশ্চিত করে জানান, মামলার প্রধান দুই আসামীকে আজ সুনামগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply