1. sm.khakon@gmail.com : bkantho :
ছাইদুল হাসান পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন

ছাইদুল হাসান পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন

Reporter Name
  • রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮
  • ১৫১ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি॥ পুলিশ সুপার (এসপি) হিসেবে পদোন্নতি পেয়েছেন বানিয়াচংয়ের জাতুকর্ণপাড়া এলাকার বাসিন্দা ছাইদুল হাসান।

বুধবার মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই পদোন্নতি প্রদান করা হয়।

ছাইদুল হাসান এর আগে পুলিশ হেডকোয়ার্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। ২৫ তম বিসিএস এ পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার কর্মজীবন শুরু করেন তিনি।

এরপর ছাইদুল হাসান চট্টগ্রাম, সিলেট এবং সিরাজগঞ্জে দায়িত্ব পালন করেন।

১৯৯৫ সনে তিনি বানিয়াচং এলআর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৭ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করার পর জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যা বিভাগে ভর্তি হন। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করার পর বিসিএস পরীক্ষা দিয়ে কর্মজীবন শুরু করেন।

ছাইদুল হাসান বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়ার মরহুম খুর্শেদ আলী এবং তাহেরা খাতুনের ২য় সন্তান।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD