হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্যাকেজভুক্ত নির্বাচিত সুফলভোগী খামারীদের মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে। ২২ সেপ্টেম্বররোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ভেড়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।
উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে ও ডাঃ সাহেদ তাপাদারের সঞ্চালণায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ সাইফুর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, ১৫নং পৈলারকান্দি ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী, মডেল প্রেসক্লাবর সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু ও উপকারভোগী কাজী আজিজুল মিয়া।
এছাড়া বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, বিভিন্ন কর্মকর্তা ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মজিদ খান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একেবারে প্রান্তিক মানুষদের জন্য চিন্তা করেন। এরই ধারাবাহিকতায় একের পর এক জনকল্যাণমুখী প্রকল্পের মাধ্যমে তৃণমূল মানুষদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আর আমরা জনপ্রতিনিধিরা হচ্ছি সরকারের প্রতিনিধি। এ ক্ষেত্রে প্রশাসনকে জনপ্রতিনিধিদের সমন্বয় করে কার্যক্রম করতে হবে। তিনি সবার সাথে সমন্বয় করে সঠিক ও স্বচ্ছতার ভিত্তিতে কাজ করতে কর্মকর্তাদের প্রাত আহবান জানান।
এছাড়া তিনি আরও বলেন, সংবাদপত্রকে বলা হয়ে থাকে রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। এ ক্ষেত্রে সাংবাদিকদের কাছ থেকে একপেশে সংবাদ কেউই আশা করেন না। একপেশে সংবাদ সমাজ বা রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়। সমাজের ভারসাম্য বজায় রাখতে সঠিক লেখনী আশা করে দেশবাসী।
পরে ৬নং কাগাপাশা, ৭নং বড়ইউড়ি, ৯নং পুকড়া, ১০নং সুবিদপুর, ১১নং মক্রমপুর ও ১৩নং মন্দরী ইউনিয়নের ১শ জন উপকার ভোগীর মাঝে ২০০টি ভেড়া বিতরণ করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply