দৈনিক জনকণ্ঠ ও জনকণ্ঠ ডিজিটালের যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সংবাদদাতা ও কমিউনিটি লিডার রফিকুল হাসান চৌধুরী তুহিনের মা সমাজসেবিকা মরহুম ছালেমা বেগম চৌধুরী’র ১৬ তম মৃত্যু বার্ষিকী আজ ২২ সেপ্টেম্বর |
এ উপলক্ষ্যে পরদিন ২৩ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মাহ বাংলাদেশের নিজ জেলা হবিগঞ্জের বাসভবন, সওদাগর জামে মসজিদ, কোর্ট মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ, পুরাতন পৌরসভা মসজিদ সহ গ্রামের বাড়ি লাখাই উপজেলাধীন করাবে মরহুমের পরিবার এবং যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েট গেলাগার এলাকার বাসিন্দা মরহুমের সন্তান সাংবাদিক তুহিনের পক্ষ থেকে আগামীকাল শুক্রবার জুম্মাহ নামাজের পর সেখানকার আল ফালাহ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আযোজন করা হয়েছে।
উল্লেখ্য,সাংবাদিক তুহিনের মা ছালেমা চৌধুরী বিগত ২০০৬ সালের ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন মরিশি এলাকাস্থ ছুট মেয়ের বাসভবনে ইন্তেকাল করেন. # মিশিগান, যুক্তরাষ্ট্র থেকে |
Leave a Reply