ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস তার প্রথম পুত্র উইলিয়াম ও পুত্রবধূ কেট মিডলটনকে প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস উপাধি দিয়েছেন। এই দুই উপাধি আগে চার্লস এবং তার প্রয়াত স্ত্রী ডায়ানার ছিল।
প্রিন্স উইলিয়ামের মা প্রিন্সেস ডায়ানা এতই জনপ্রিয় ছিলেন যে, বিয়ে থেকে শুরু করে জীবনের অন্তিম লগ্ন পর্যন্ত তাকে ধারাবাহিকভাবে গণমাধ্যমের কাটাছেড়ার ভেতর দিয়ে যেতে হয়েছে।
চার্লসের সঙ্গে বিচ্ছেদের ৫ বছর পর ১৯৯৭ সালে ফ্রান্সে এক সড়ক দুর্ঘটনায় ৩৬ বছর বয়সে ডায়ানার মৃত্যু হয়। এই মৃত্যু বিশ্বকে কাঁদিয়েছে। রাজপরিবারের একটি সূত্র জানিয়েছে, কেট তার উপাধির সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাসের কদর করলেও তিনি প্রিন্সেস অব ওয়েলস হিসেবে নিজের আলাদা পথ তৈরি করতে চান।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর সঙ্গে সঙ্গে উত্তরাধিকার সূত্রে ব্রিটিশ সাম্রাজ্যের রাজা হয়ে যাওয়া চার্লস শুক্রবার তার প্রথম ভাষণে বলেছেন, উত্তরসূরী উইলিয়ামকে প্রিন্স অব ওয়েলস বানাতে পেরে তিনি গর্বিত। রাজা হওয়ার আগ পর্যন্ত চার্লস ১৯৫৮ সাল থেকে এই প্রিন্স অব ওয়েলস উপাধি বয়ে বেড়াচ্ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply