1. sm.khakon@gmail.com : bkantho :
রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন

রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে

মতিয়ার চৌধুরী, লন্ডন থেকে
  • রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে
রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে

১৯ সেপ্টেম্বর সোমবার লন্ডনের ওয়েস্টমিন্সটার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বাকিংহাম  প্যালেস। অন্ত্যেষ্টিক্রিয়ার আগে মহারানিকে শেষ শ্রদ্ধা জানাতে রানির মরদেহ বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিন্সটার হলে নেয়া হবে। সেখানে রানির কফিন একটি উঁচু প্ল্যাটফর্মে চারদিন বিশ্রামে রাখা হবে। ওয়েস্টমিনস্টার অ্যাবের প্রাচীনতম অংশ ওয়েস্টমিনস্টার হল। হলের মাঝখানে উঁচু প্লাটফর্মের অবস্থান। ওইসময় সার্বভৌম দেহরক্ষী, পদাতিক রক্ষী ও অশ্বারোহী সেনা ইউনিট চব্বিশ ঘণ্টা সেখানে পাহারা দেবে।

এর আগে রাজপরিবারের সদস্যদের মধ্যে সর্বশেষ ২০০২ সালে রানির মায়ের মরদেহ সেখানে রাখা হয়েছিল। দুই লাখের বেশি মানুষ তার কফিনে শ্রদ্ধা জানিয়ে ছিলেন। ১শতকের প্রাচীন সেই হলে পিতলের ফলকগুলো দেখাচ্ছে, সেখানে ১৯১০ সালে রাজা সপ্তম এডওয়ার্ড, ১৯৩৬ সালে রাজা পঞ্চম জর্জ, ১৯৫২ সালে রাজা ষষ্ঠ জর্জ এবং তার এক বছর পরে কুইন রানি মেরিকে রাখা হয়েছিল।

রানির বিদায়যাত্রা যেমন হবে

১হাজার বছরেরও বেশি পুরাতন এই হলে  দ্বিতীয় বিশ্ব যুদ্ধকালীন  ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলকেও ১৯৬৫ সালে শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়েছিল। অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য রানির কফিন লন্ডনে নেয়ার সময় তার মেয়ে প্রিন্সেস অ্যান তার সঙ্গী হবেন।গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে মারা যান ‍রানি দ্বিতীয় এলিজাবেথ। পরদিন শুক্রবার থেকে সাত দিনের রাজকীয় শোক ঘোষণা করেন রাজা তৃতীয় চার্লস।রানির অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষ্যে ১৯ সেপ্টেম্বর  ব্রিটেনে ব্যাংক হলিডে’  ঘোষণা করা হয়েছে।রানির মৃত্যুর পর আনুষ্ঠানিকতা কী হবে, জীবদ্দশায় সেই পরিকল্পনা তিনি নিজেই সেরে গেছেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। তবে সেসব আনুষ্ঠানিকতার অনেক কিছুই এখনো সামনে আসেনি।

বাকিংহ্যাম প্যালেস জানিয়েছে  আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রানি দ্বিতীয় এলিজাবেথকে উইন্ডসর ক্যাসেলের মাঠে সেন্ট জর্জ চ্যাপেলে স্বামী প্রিন্স ফিলিপ, বোন প্রিন্সেস মার্গারেট এবং বাবা ষষ্ঠ জর্জের পাশে সমাহিত করা হবে।

গেল ৮ সেপ্টেম্বর  বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। দীর্ঘ ৭০ বছর তিনি তিনি ব্রিটেনের সিংহাসনের অধিকারী ছিলেন। তার মৃত্যুতে জ্যেষ্ঠ সন্তান তৃতীয় চার্লস ফিলিপ আর্থার জর্জ রানির উত্তরাধিকারী হিসেবে ব্রিটেনের রাজা হয়েছেন ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD