হবিগঞ্জ শহরের মোহনপুর জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা মোস্তাফিজুর রহমান আজহারী বলেছেন-একজন মুসলমান বেহেশতে যাওয়ার আগে কয়েক ধাপ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পৃথিবী বা জমিনকে বিছিয়ে দেয়া হয়েছে।
কেয়ামতের দিন জমিনের জবান খুলে দেয়া হবে। আমরা জমিনের উপর দিয়ে কোথায় গেছি, জমিনে কি করছি, জমিনের উপর দিয়ে হেটে হেটে কোনো অপরাধের দিকে এগুচ্ছিলাম কি না, অন্যের জমি দখল করেছিলাম কি না, জমিনের উপর দাম্ভিকতা প্রদর্শন করেছিলাম কি না, জমিনের উপরে থাকা প্রাণী বা মানুষের উপর জুলুম করেছিলাম কি না এসবের জবাব দেবে জমিন নিজেই।
আমরা মনে করি আমরা যা করি তার অনেক কিছুই মানুষ দেখছে না, এটা স্বাভাবিক কিন্তু আল্লাহ আমাদের সাথে দুই ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, একই সাথে অগনিত ফেরেশতা আমাদের প্রতিটি মুহুর্তের কাজ পর্যবেক্ষন করছেন, আল্লাহর কাছে রিপোর্ট দিচ্ছেন, এসব ফেরেশতা কেয়ামতের দিন আল্লাহর কাছে একজন মানুষ সম্পর্কে রিপোর্ট দেবে।
কেয়ামতের দিন একজন মানুষের জবান বন্ধ করে দেয়া হবে। দুই হাত, দুই পা, দুই কান, দুই চোখ এবং চামড়ার জবান খুলে দেয়া হবে। হাত জবাব দেবে ভাল কাজ করেছেন না কি খারাপ করেছেন, পা জবাব দেবে ভাল কাজের দিকে হেটে হেটে গিয়েছেন না কি খারাপের দিকে গিয়েছেন, চোখ জবাব দেবে ভাল কিছু দেখেছেন না কি খারাপ কিছু দেখেছেন, কান জবাব দেবে ভাল কথা শুনেছেন না কি খারাপ গান বাজনা শুনেছেন, চামড়া জবাব দেবে সীমা লংঘন করে নিজের চামড়া প্রদর্শন করেছেন না কি আল্লাহ নির্দেশিত মোতাবেক চামড়াকে হেফাজত করেছেন।
জমিনের স্বাক্ষ্য, ফেরেশতাদের স্বাক্ষ্য এবং নিজের দেহের অংগপ্রত্যঙ্গের স্বাক্ষ্য আল্লাহকে সন্তোষ্ট করতে পারলেই একজন মানুষকে বেহেশতে দেয়া হবে। নতুবা তার জায়গা হবে জাহান্নাম। মোস্তাফিজুর রহমান আজহারী বলেন- যারা ধুমপান করেন তাদের জন্য কঠিন সতর্ক বার্তা রয়েছে।
ধুমপায়ীদের কাছে দুর্গন্ধের কারনে রহমতের ফেরেশতারা আসতে পারেন না। আপনি ইবাদত করলেন, ধুমপানের কারণে আপনার কাছে রহমতের ফেরেশতাই আসলেন না, আপনার প্রতি রহমত কিভাবে নাজিল হবে? আপনি আল্লাহর রহমত কিভাবে কামনা করেন? আলেম শ্রেণীর অনেকে ধুমপান করেন, তারা জেনে বুঝে একটি অপরাধ করায় তাদের জন্য কঠিন শাস্তি হতে পারে।
রাসুল (সা) কাচা পেয়াজ রসুন খেয়ে মসজিদে না আসার জন্য বলেছেন। পেয়াজ রসুন হালাল, কিন্তু এর গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারেন না, বিপরীতে ধুমপান হারাম, এর দুর্গন্ধ ফেরেশতারা কিভাবে সহ্য করবেন? আপনার দুর্গন্ধের কারণে পাশের একজন মুসল্লীর সমস্যা হলে তার গোনাহের দায়ভার আপনাকেই নিতে হবে। ধুমপায়ীদেরকে ধুমপান ত্যাগ আহবান জানান তিনি।
সংবাদকর্মী ও আইনজীবী
৯ সেপ্টেম্বও ২০২২ মোবাইলঃ
০১৭১১-৭৮২২৩২
Designed by: Sylhet Host BD
Leave a Reply