1. sm.khakon@gmail.com : bkantho :
লিজ ট্রাস নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী - বাংলা কণ্ঠ নিউজ
June 5, 2023, 9:22 pm

লিজ ট্রাস নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী

মতিয়ার চৌধুরী, লন্ডন থেকে
  • সোমবার, সেপ্টেম্বর ৫, ২০২২
  • 1 Post View

কনজারভেটিভ পার্টির সদস্যদের ভোটে নতুন প্রধানমন্ত্রী ও দলনেতা নির্বাচিত হয়েছেন লিজ ট্রাষ্ট।  দলের ১,৭২,৪৩৭ সদস্যের ভোটের মধ্যে লিজ ট্রাস পেয়েছেন ৮১,৩২৬ ভোট  ও তার প্রতিদ্বন্দ্বীপ্রার্থী  ভারতীয় বংশদ্ভোত ঋষি সুনাক পেয়েছেন ৬০,৩৯৯ ভোট ।

লিজ ট্রাষ্ট ৫৬তম ব্রিটিশ প্রধানমন্ত্রী হলেন।  আজ লন্ডন সময় দুপুর ১২টা ত্রিশ মিনিটে এই ঘোষনা দেয়া হয়। ঐতিহ্য অনুযায়ী আগামীকাল মঙ্গলবার নতুন প্রধানমন্ত্রী বাকিংহাম প্যালেসের  পরিবর্তে বালমোরাল প্যালেসে যাবেন যেখানে রাণী তাঁকে  প্রধানন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন।

বালমোরাল প্যালেস থেকে ফিরে তিনি যাবেন ওয়েষ্ট মিনিষ্টার এ্যাবিতে সেখানে আর্চ বিশপ তাঁকে রীতি অনুযায়ী আশির্বাদ দেবেন এর পর দায়িত্ব শুরু করবেন। রাণী দ্বিতীয় এ্যালিজাবেথ অসুস্থতা জনিত কারণে এখন স্কটল্যান্ডে বালমোরাল প্যালেসে অবস্থান করছেন।

এবছরের জুলাইয়ে প্রতিযোগিতা শুরু হওয়ার পর কয়েক দফা ভোটাভেটির পর  লিজ ট্রাস, যিনি মার্গারেট থ্যাচার এবং থেরেসা মে-র পর ব্রিটেনের তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী্ হলেন।   লিজ ট্রাষ্ট এমন এক সময় দায়িত্ব নিচ্ছেন ব্রিটেনের অর্থনৈতিক অবস্থা খুবই করুণ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD