দীপাবলীর উৎসব আলোর উৎসব। আঁধারকে মুক্ত করে আলোর ঝলকানির জানান দিতে অস্ট্রেলিয়ায় আয়োজন হলো হলো শক্তির আরাধনা। দেবী কালীর এ আরাধনা উপলক্ষে সিডনিসহ অস্ট্রেলিয়ার সব শহর যেমন জ্বলে উঠেছে দীপাবলীর আলোয়, তেমনি আতশবাজির কম্পনে যেন উচ্চারিত হলো জগদ্মাতার জয়ধ্বনি।
কালীপূজার মহাযজ্ঞে এবার আলোকসজ্জায় সাজে অস্ট্রেলিয়ার প্রতিটি সনাতন পরিবার। অবশ্য ভারত, নেপাল ও শ্রীলংকার বিভিন্ন সংগঠন ভিন্ন ভিন্ন সময়ে কালীর আরাধনা করলেও বাংলাদেশি বংশোদ্ভূতদের সংগঠন ‘আগমনী অস্ট্রেলিয়া’ বরাবরের মতো প্রচলিত তিথি মেনে এবারের এ পূজা সম্পন্ন করেছে ।
এ ব্যাপারে সংগঠনের অন্যতম সদস্য অনুপম দেব বলেন, সম্পূর্ণ রিচুয়াল মেনে এবারের কালীপূজা সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য মঙ্গল কামনা করা হয়। এছাড়া পূজা আয়োজনে বাংলাদেশি বংশোদ্ভূত সিডনির কাম্বারলান্ড সিটি কাউন্সিলের কাউন্সিলর সুমন সাহার ভূমিকাও ছিল প্রশংসনীয়।
দীপাবলী আয়োজন উপলক্ষে পৃথক পৃথক বাণী দেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, বিরোধী দলীয় নেতা বিল শর্টেন, স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটন, নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্লাডিস প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply