জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, অসহনীয় বিদ্যুৎ এর লোডশেডিং ও ভোলায় পুলিশের গুলিতে নিহত আব্দুর রহিম ও নুরে আলমের হত্যার প্রতিবাদে সারাদেশে উপজেলা /থানা /পৌর/ওয়ার্ড পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির আওতাধীন ১৮টি ইউনিটের বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪আগষ্ট) ইবি রোডস্থ ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা বিএনপির সমন্বয় সভায় সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।
সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য, রায়গঞ্জ, তাড়াশ ও সলংগার বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক সাইফুল ইসলাম শিশির।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান।
বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, গাজী আজিজুর রহমান দুলাল, আনিসুজ্জামান পাপ্পু, নাজমুল হাসান তালুকদার রানা, শ্রী অমর কৃষ্ণ দাস, রকিবুল হাসান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, মুন্সি জাহেদ আলম, সাব্বির হোসেন ভুঁইয়া সাফী, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, আলমগীর আলম, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক শাহাদত হোসেন তালুকদার ঠান্ডু,সিরাজগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল জোয়ার্দার,
শাহজাদপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন হিরু,কামারখন্দ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম লিটন,উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেন, তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স.ম আফসার আলী, কাজিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম রেজা, বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন, চৌহালী উপজেলা বিএনপির সদস্য সচিব জাহিদ মোল্লা, সলংগা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আলিম সরকার, এনায়েতপুর থানা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম মাস্টার, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মেরিনা ইসলাম মেরি,জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ প্রমুখ।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ১৮টি ইউনিটের বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply