সিরাজগঞ্জের শিক্ষানুরাগী নাসির উদ্দিন মোল্লা ইন্তেকাল করেছেন। ইন্না ইল্লাহে ও ইন্না ইল্লাহে…. রাজিউন। শুক্রবার সকালে ঢাকার মালিবাগ পাবনা কলোনিতে তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে (৭২) বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।
আলহাজ নাসির উদ্দিন মোল্লা সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ গ্রামের মৃত মহি উদ্দিন মোল্লার ছেলে। তিনি জীবন দশায় সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নকে শিক্ষার নগরীতে পরিনত করতে যমুনা ডিগ্রী কলেজ, আলহাজ মহি উদ্দিন নাসির বালিকা উচ্চ বিদ্যালয়, সয়দাবাদ গাছাবাড়ী ফাজিল মাদ্রাসা, সয়দাবাদ হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠ করেছেন। এছারাও সদর উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা স্কুল ও কলেজে তার অনেক অবদান রয়েছে। তাই আলহাজ নাসির উদ্দিন মোল্লার মৃত্যুতে এলাকা জুরে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার বাদ আছর সয়দাবাদ স্কুল মাঠে মরহুমের নামাযে জানাযা অসুষ্ঠিত হয়। উক্ত জানাযা নামাযে উপজেলার শিক্ষক সমাজ, মওলানাগন, রাজনৈতিক ব্যাক্তি, সাংকাদিক সহ সকল শ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন। জানাযা শেষে গাছাবাড়ী সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাযা নামাযে উপস্থিত বক্তারা বলেন, আলহাজ নাসির উদ্দিন মোল্লা ছিলের শিক্ষার আলো ছরিয়ে দেয়ার মশাল। তিনি ছিলেন অত্র এলাকার মানুষের মাথার মুকুট। তার মৃত্যুতে সয়দাবাদ সহ সদর উপজেলার মানুষ আজ থেকে অভিভাবক হীন হয়ে পরলো। তার এই অভাব কি ভাবে পুরন হবে তা জানা নেই কারো। তাই এমন মহান ব্যাক্তিকে আল্লাহ যেন জান্নাত দান করেন।
Leave a Reply