1. sm.khakon@gmail.com : bkantho :
মিশিগানে বসবাসরত বাংলাদেশীদের নিয়ে ওয়ারেন মিলার পার্কে ২১আগস্ট অনুষ্ঠিত হচ্ছে বনভোজন - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন

মিশিগানে বসবাসরত বাংলাদেশীদের নিয়ে ওয়ারেন মিলার পার্কে ২১আগস্ট অনুষ্ঠিত হচ্ছে বনভোজন

তুহিন চৌধুরী, মিশিগান,যুক্তরাষ্ট্র
  • বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৬২ বার পড়া হয়েছে
মিশিগানে বসবাসরত বাংলাদেশীদের নিয়ে ওয়ারেন মিলার পার্কে ২১আগস্ট অনুষ্ঠিত হচ্ছে বনভে|জন

মিশিগানে বসবাসরত কর্মক্লান্ত প্রবাসী বাংলাদেশী ভাই-বোনদের একটু মানসিক প্রশান্তি দেয়া ও আনন্দ উল্লাসে মাতিয়ে তোলার লক্ষ্য নিয়ে হবিগঞ্জ সদর সমিতি, মিশিগানের পক্ষ থেকে প্রথমবারের মতো এক জমকালো বনভে|জনের আযোজন করা হয়েছে |

আগামী ২১ আগস্ট দুপুর ২ টায় ওয়ারেন মিলার পার্ক,মিলার প্যাভিলিয়ন,১৪৫০০,মেসনিক,মিশিগান ৪৮০৯৩ এ এই বনভোজন অনুষ্ঠিত হবে. এতে শিশু ও মহিলাদের জন্য রয়েছে প্রাণবন্ত খেলা ও আকর্ষণীয় পুরস্কার. এই বনভোজনে সংশ্লিষ্ট সদরভুক্ত ভাই-বোনরা উপস্থিত হয়ে এহেন উদ্দ্যেগকে প্রাণবন্ত করে তোলার অনুরোধ

জানিয়েছেন সংশ্লিষ্ট সমিতির আহবায়ক আমিনুর রশিদ কাপ্তান ও সদস্য সচিব লুৎফুর রহমান সেলু.এদিকে উক্ত আযোজন সফল করতে আজ ১৪ আগস্ট রবিবার বিকেলে সংশ্লিষ্ট সমিতির নেতৃবৃন্দ হেমট্রামিকে এক মতবিনিময় সভায় মিলিত হন এবং তৎসংশ্লিষ্ট নানা সিদ্ধান্ত গ্রহণ করেন.

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD