1. sm.khakon@gmail.com : bkantho :
সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন - বাংলা কণ্ঠ নিউজ
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

হারুন অর রশিদ খান হাসান,সিরাজগঞ্জ
  • শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। ছবিঃ বাংলা কণ্ঠ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ভোর ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে দশ টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯আগষ্ট) সকাল ১১ঘটিকায় ইবি রোডস্থ ভাসানী মিলনায়তন সবুজ চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সহ-সাংগঠনিক সম্পাদক পদমর্যাদা), সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ ও পরিচালনা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সহ-সাংগঠনিক পদমর্যাদা), সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস।
বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জু,সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের সাধারন সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক আব্দুল হাকিম,সহ-সাধারন সম্পাদক রিমন তালুকদার, সোহাগ আহমেদ,  উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু হাসান অভি,কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল আহমেদ, শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাকী, শাহজাদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাদিম,তাড়াশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদত হোসেন,সলংগা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেছ হোসেন সোহান, সিরাজগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান হাবীব উজ্জ্বল, সদস্য সচিব রুবেল আহমেদ, সিরাজগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন প্রমুখ।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, গাজী আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, শ্রী অমর কৃষ্ণ দাস, রকিবুল হাসান রতন,জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, নুর কায়েম সবুজ, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, মুন্সি জাহেদ আলম, সাব্বির হোসেন ভুঁইয়া সাফী, সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম,ধর্ম বিষয়ক সম্পাদক জাকারিয়া টুটুল,  সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হকসহ সিরাজগঞ্জ জেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD