1. sm.khakon@gmail.com : bkantho :
বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের হত্যাকান্ড কারবালার নিষ্টুরতাকেও হার মানিয়েছে : ব্রিটিশ লর্ড শাইখ আহমদ - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের হত্যাকান্ড কারবালার নিষ্টুরতাকেও হার মানিয়েছে : ব্রিটিশ লর্ড শাইখ আহমদ

মতিয়ার চৌধুরী, লন্ডন থেকে
  • মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের হত্যাকান্ড কারবালার নিষ্টুরতাকেও হার মানিয়েছে : ব্রিটিশ লর্ড শাইখ আহমদ
বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের হত্যাকান্ড কারবালার নিষ্টুরতাকেও হার মানিয়েছে : ব্রিটিশ লর্ড শাইখ আহমদ। ছবিঃ বাংলা কণ্ঠ

বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের হত্যাকান্ড কারবালার নিষ্টুরতাকেও হার মানিয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন জঘন্যতম হত্যাকান্ড আর কোথাও ঘটেনি। এমন্তব্য ব্রিটিশ লর্ড সভার সদস্য লর্ড শাইখ আহমদের। ১৫ আগষ্ট লন্ডন সময় সন্ধ্যায়  লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে লর্ড আহমদ এমন্তব্য করেন। তিনি বলেন বঙ্গবন্ধু ছিলেন একজন উচ্ছ মানের মানুষ আর একারণেই ফ্রিডেল কাষ্ট বলেছেন ‘’আমি হিমালয় দেখিনি বঙ্গবন্ধুকে দেখেছি।

বাকিংহ্যাম প্যালেসের অদূরে ক্যপথ্রনে তারা হোটেলের ব্যানকুইট হলে আয়োজিত ৪৭তম জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ড. গহর রিজভী, , বিশেষ  অথিতি হিসেবে উপস্থিত ছিলেন লর্ড শাইখ আহমদ, লেবার দলীয় ক্যাথরিন ওয়েষ্ট এমপি, ভিডিও বার্তায় বক্তব্য রাখেন স্যার ষ্টার কিয়ারমোর এমপি, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পাঠানো বার্তা পাঠ করেন বাংলাদেশ মিশনের ফাষ্ট সেক্রেটারী জাকারিয়া হক। পাঠানো বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন বঙ্গবন্ধুর সাথে ব্রিটিশ রাজনৈতিকদের সুসম্পর্ক ছিল, তার মাধ্যমে উভয় দেশের কুটনৈতিক সম্পর্ক জোরদার হয়। উভয় দেশের সম্পর্ক আরো গভীর করতে আমরা কাজ করছি।

প্রধান অতিথির বক্তব্যে ড. গহর রিজভী বলেন  বঙ্গবন্ধুর কারণেই সাড়ে তিন বছরেই আমরা ১২৬টি দেশের স্বীকৃতি পেয়েছি। প্রতিটি বড় বড় প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ সহ বিশ্বের প্রতিটি  প্রতিষ্টানের  সদস্য পদ, এমনকি জাতিসংঘের সদস্য পদ অর্জন করি। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর  নেতৃত্বের কারণে।’ তিনি বলেন  ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ড শুধু একটি হত্যাকান্ডই নয়, একটি স্বাধীন ও অসাম্প্রদায়িক জাতিকে পরাধীন ও সাম্প্রদায়িক করার পাশবিক চক্রান্তও বটে।

লন্ডন্থ বাংলাদেশ মিশনের ফাষ্ট সেক্রেটারী মাফফুজা সুলতার সঞ্চালনায় অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন, ইঞ্জিল,  গীতা ত্রিপিটক থেকে ইংরেজী অনুবাদ পাঠ করা হয়। এর পর লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বঙ্গবন্ধুর জীবনের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্টানে বঙ্গবন্ধুর উপর নির্মিত একটি প্রমান্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্টানের শেষে কবি নির্মলেন্দু গুণের কবিতা থেকে আবৃত্তি করেন হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর দেওয়ান মাহমুদ ও টিভি প্রেজেন্টার উর্মি মাজহার।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD