বর্তমানে পন্য দ্রবের উদ্ধগতি,
ভুক্ত ভুগী সমাজ দেশ জাতি।
কৃষক শ্রমিকের সারাদিনের পরিশ্রমের গাম,
দিনের শেষে তিনশত টাকা ইনকাম।
কী দিয়ে বাঁচবে তাদের জীবন?
সব জায়গায় নিষ্ঠুর অবস্থায় এখন।
তৈল, চাল, চিনি দ্রবের মূল্য বেশি বেশি,
লোড শিডিংগে জরজরিত সারা দেশবাসি।
অধ্যায়নে বসলে বিদ্যুৎতে নানান অজুহাত
আগামীতে কী হবে পাবলিক পরীক্ষার।
গাড়ি ভাড়া গ্যাস পেট্রোলের দাম গেছেে বেড়ে
অভ্যাব্যতে দিন যায় গরীবের ঘরে।
পেটে লাথি নিম্নবিত্তের চারিদিক হাহাকার!
কবে আসিবে আগের সময় আবার।
Designed by: Sylhet Host BD
Leave a Reply