কানাডায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলদেশের স্বাধীনতা যুদ্ধের অকুতোভয় বীরসেনানী, বীরমুক্তিযোদ্ধা, বৃহত্তম সিলেটের গর্ব, নবীগঞ্জের কৃতি সন্তান, দৈনিক মাতৃভূমি পত্রিকার প্রকাশক ও সম্পাদক, কীর্তিনারায়ন কলেজের প্রতিষ্টাতা, মেজর (অব:) সুরঞ্জন দাশ ও তার স্ত্রী সুপর্ণা দাশ মৃত্যুবরণ করেছেন।
৫ আগষ্ট শুক্রবার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ক্যানেডা শহরে। তাদের এ মৃত্যু সংবাদ নিজ উপজেলা নবীগঞ্জে এসে পৌছলে গোটা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
তাদের এ মর্মান্তিক মৃত্যুতে নবীগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোক জ্ঞাপনকারীরা হলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ বাজার ব্যজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবে সভাপতি রাকিল হোসেন,সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী,প্রেসক্লাবের
সাবেক সভাপতি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক তৌহিদ চৌধুরী, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারন সম্পাদক নিজামুল ইসলাম চৌধুরী প্রমূখ।
নেতৃবৃন্দ তাদের আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।
Leave a Reply