পুলিশের গুলিতে ভোলার স্বেচ্চাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বুধবার সকালে সিরাজগঞ্জে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে যুবদলের বিভিন্ন ইউনিট থেকে খন্ড খন্ড মিছিল এসে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে সমবেত হয়।
পরে সেখান থেকে জেলা যুবদলের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। জেলা যুবদলের বিক্ষোভ মিছিলটি ইবিরোড, নবদ্বীপ পুল হয়ে ধানবান্ধি জিএম হিলালী রোডে যেয়ে শেষ হয়।
সেখানে যুবদলের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু ও সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ।
উল্লেখ্য ৩১ জুলাই রবিবার সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালন করার সময় ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহত হওয়ার ঘটন কেন্দ্রীয় যুবদল যে কর্মসূচী ঘোষনা করে সেই কর্মসূচীর আলোকে সিরাজগঞ্জ জেলা যুবদলে এই বিক্ষোভ মিছিলের কর্মসূচী পালন করে।
Leave a Reply