1. sm.khakon@gmail.com : bkantho :
জুলাই মাসে করোনাভাইরাসে মৃত্যু ১৩৯ ও হত্যাকান্ড মৃত্যু ২৬১ জন - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ন

জুলাই মাসে করোনাভাইরাসে মৃত্যু ১৩৯ ও হত্যাকান্ড মৃত্যু ২৬১ জন

বাংলা কণ্ঠ ডেস্কঃ
  • সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে
বাংলাদেশ হিউম্যান রাইট কমিশন ইন্টারন্যাশনাল সম্মেলন ২০২২-২০২৩
বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র বিভিন্ন জেলা, উপজেলা ও পৌরসভার শাখা থেকে প্রাপ্ত তথ্য এবং বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে BHRC’র ডকুমেন্টেশন বিভাগ অনুসন্ধান এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন-IHRC’র সহযোগিতায় প্রতিবেদন সম্পন্ন করে।
BHRC’র জরিপে দেখা যায় মোট হত্যাকান্ডে মৃত্যু ২৬১ জন। সরকারি হিসাব মোতাবেক করোনাভাইরাসে মৃত্যু ১৩৯ জন। জুলাই ২০২২ মাসে গড়ে করোনা ভাইরাসে প্রতি দিন প্রায় ৫ জন এবং হত্যাকান্ড ঘটে দৈনিক প্রায় ৮টি। হত্যাকান্ডের বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত বিভাগের কর্মকর্তাদের অবশ্যই অধিক দায়িত্ববান হতে হবে। আইন প্রয়োগকারী সংস্থার গতিশীল কার্যক্রমের মাধ্যমে হত্যাকান্ড কমিয়ে শুন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব।
বাংলাদেশের গণতন্ত্র ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক রূপদান এবং মানবাধিকার সম্মত সমাজ প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা প্রয়োজন। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই কেবলমাত্র এ ধরনের ক্রমবর্ধমান হত্যাকান্ড হ্রাস করা সম্ভব।
করোনাভাইরাসে সরকারি হিসাব মতে জুলাই ২০২২ মাসে মৃত্যু ————— ১৩৯ জন।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডকুমেন্টেশন বিভাগের জরিপে দেখা যায়
২০২২ সালের জুলাই মাসে হত্যাকান্ডের শিকার ——————————— ২৬১ জন।
এর মধ্যে
০১। যৌতুকের কারণে হত্যা ——————————-————————— ০২ জন।
০২। পারিবারিক সহিংসতায় হত্যা ————————————————— ১৫ জন।
০৩। সামাজিক সহিংসতায় হত্যা ————————————————— ০২ জন।
০৪ রাজনৈতিক হত্যাকান্ড ——————————————————— ০৫ জন।
০৫। বিএসএফ কর্তৃক হত্যা ——————————————————— ০২ জন।
০৬। অপহরণ হত্যা—————————————————————— ০২ জন।
০৭। গুপ্ত হত্যা ———————————————————————— ০৩ জন।
০৮। রহস্যজনক মৃত্যু ————————————————————— ৩১ জন।
০৯। ধর্ষণের পর হত্যা ————————————————————— ০২ জন।

বিভিন্ন দুর্ঘটনায় নিহত—
ক) পরিবহন দুর্ঘটনায় মৃত্যু ——————————————————— ১৯৫ জন।

খ) আত্মহত্যা ————————————————————————— ০৪ জন।

জুলাই ২০২২ সালে কতিপয় নির্যাতনের উল্লেখযোগ্য ঘটনাবলী—
ক) ধর্ষণ———————————————————————————— ৭ জন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD