নবীগঞ্জ শহরতলীর ছালামতপুর এলাকার ত্রাস পুলিশের উপর হামলাকারী সন্ত্রাসী মুছা আবারও এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে। পুলিশকে কুপিয়ে আহতের ঘটনায় স্বাক্ষী দেয়ার কারনে সন্ত্রাসী মুছা বর্তমান ওয়ার্ড কাউন্সিলর কবির মিয়া’কে প্রাণনাশের হুমকী দিয়ে আসছে। তার অনাগত হুমকীর কারনে চরম নিরাপত্তাহীনতায় ভাগছেন। এ ব্যাপারে কাউন্সিলর কবির মিয়া নবীগঞ্জ থানায় জিডি করেছেন।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যায় সন্ত্রাসী মুছা ডেগার নিয়ে কাউন্সিলর কবির মিয়ার বাড়ি ও দোকানে গিয়ে হত্যার জন্য খোজাঁখুজি করে। এ সময় কাউন্সিলর পুত্রকে মারপিট করে দোকানের ক্যাশ বাক্স থেকে জোর পুর্বক ২০ হাজার ৭৫০ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল ছুটে গেলেও তাকে পাওয়া যায়নি।
সুত্রে জানাযায়, ২০১৯ সালে বিভিন্ন অপকর্মের হোতা এলাকার শীর্ষ সন্ত্রাসী পৌর এলাকার ছালামতপুর গ্রামের খুর্শেদ আলীর ছেলে সোহান আহমেদ মুছা’কে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালায়। এ সময় সন্ত্রাসী মুছা তার লোকজন নিয়ে ধারালো অস্ত্র দিয়ে পুলিশের উপর হামলা চালায়। এতে তৎকালীন (তদন্ত) উত্তম কুমার দাশ ও এসআই ফখরুজ্জামান আহত হন। গুরুতর আহত অবস্থায় ওসি (তদন্ত)কে সিলেট প্রেরন করা হয়।
এ ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়। সন্ত্রাসী মুছাকে গ্রেফতারে ব্যাপক অভিযান করেও ব্যর্থ হয় পুলিশ। গ্রেফতার করা হয় তার সহযোগিদের। এ ঘটনাটি মিডিয়ায় ফলাও করে সংবাদ প্রচার করে। টিভি চ্যানেল গুলো সংবাদে এলাকার লোকজনের পাশপাশি স্থানীয় কাউন্সিলর কবির মিয়ার স্বাক্ষাতকার নেয়। দীর্ঘদিন পলাতক থাকার পর সন্ত্রাসী মুছা বিজ্ঞ আদালতে আত্মসমর্পন করলে জেল হাজতে যায়।
প্রায় ২ মাস হাজতবাসের পর জামিনে মুক্তি পেয়ে বাড়িতে আসে। কয়েকদিন ভালভাবে গেলেও মুছা আবারও বেপরোয়া হয়ে উঠেছে। ইয়াবা ব্যবসা থেকে শুরু করে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বীরদর্পে। এদিকে পুলিশের ঘটনায় টিভি স্বাক্ষাতকারে মুছার বিরুদ্ধে বক্তব্য দেয়ায় গত দু দিন ধরে সন্ত্রাসী মুছা নবীগঞ্জ পৌরসভার কাউন্সিলর
কবির মিয়াকে হত্যার হুমকী দিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উক্ত মুছা ধারালো অস্ত্র নিয়ে কাউন্সিলর কবির মিয়ার বাড়ি ও দোকানে গিয়ে খোজাঁখুজি করে না পেয়ে তার ছেলেকে হুমকী ও মারধোর করে ২০ হাজার ৭৫০ টাকা ছিনিয়ে নেয়।
এ সময় কাউন্সিলর কবির মিয়াকে পাইলে খুন করবে মর্মে হুমকী দিয়ে আসে। এ ঘটনায় কাউন্সিলর কবির মিয়া চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে কাউন্সিলর কবির মিয়া বলেন, মুছার অপকর্মের বিষয়ে এবং পুলিশকে আহত করার ঘটনার বিষয়ে
টিভি স্বাক্ষাতকার দেয়ার কারনেই মুছা তাকে হত্যার চেষ্টা করছে। তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। এ ব্যাপারে থানায় জিডি করার বিষয়টি জানান।
Leave a Reply