বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি বাবু নারায়ণ রায় মহোদয়ের মাতা প্রতিভা রানী রায়(৮৭) ২৬ জুন রবিবার সকাল ৬.২০ ঘটিকায় পৌর এলাকার শিবপাশাস্থ নিজ বাসভবনে ইহলোক ত্যাগ করিয়া পরলোকে গমন করিয়াছেন।
(দিব্যান লোকান সঃ গচ্ছতু)। উনার শেষকৃত্যানুষ্টান সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামে পারবারিক শ্মশানঘাটে আজ বেলা ১২ টার সময় অনুষ্টিত হয়েছ।
প্রতিভা রায়ের মৃত্যুতে বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ -খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সভাপতি মন্ডলীর সদস্য বাদল কৃষ্ণ বনিক,সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,সাংগঠনিক সস্পাদক তনুজ রায়,বিভু আচার্য্য,রত্নদীপ দাশ রাজুসহ অন্যান্য নের্তৃবৃন্দ গভীর শোক প্রকাশসহ আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply