নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রজাতপুর গ্রামের আজিম উদ্দিনের উপর গত ১০জুন রাত সাড়ে ১১টায় বর্বরোচিত প্রাণঘাতি সন্ত্রাসী হামলা হয়েছে।
এই হামলার প্রতিবাদে গত ১৩ জুন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, আজিম উদ্দিন বর্তমানে ই্নাতগঞ্জ ইউনয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য। গেল ১০ জুন রাত অনুমানিক দশটার দিকে আজিম উদ্দিন ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে একটি সভা সমাপ্ত করে এক প্রতিবেশীকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন।
প্রজাতপুরে সাবেক মেম্বার প্রয়াত মসিদ উল্লার বাড়ির পাশ দিয়ে মোটরসাইকেলে অতিক্রম করার সময় ওথপেতে থাকা এক দল অস্ত্রধারী অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁর সাথে ব্যক্তি তাকে ফেলে প্রাণভয়ে পালিয়ে যায়। অস্ত্রধারীরা আজিম উদ্দিনকে একা পেয়ে দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে পিটিয়ে হাতের হাড় ও পা ভেঙ্গে ফেলে।
হামলাকারীরদের রামদার আঘাতে আজিম উদ্দিনের মাথার একটি অংশ মারাত্মক ভাবে কেটে যায়। এ সময় আজিম উদ্দিনের চিৎকারে আশেপাশের বাড়ির লোকজন বেরিয়ে আসলে অস্ত্রধারীরা আজিম উদ্দিনকে রাস্তার পাশে খালের পানিতে ফেলে পালিয়ে যায়।ঘটনার সংবাদ পেয়ে ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসাইন ঘটনাস্থলে এসে আহত আজিম উদ্দিনকে খালের পানি থেকে উদ্ধার করেন।
এরপর হামলার ঘটনা জানাজানি হলে আজিম উদ্দিনের পক্ষের লোকজন ঘটনাস্থলে এসে এর প্রতিবাদ করলে পার্শবর্তী বাড়ির লোকজনের সাথে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়।হামলার ঘটনার পরপর তাৎক্ষণিকভাবে খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ, ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাওছার আলমসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করেন এবং হামলাকারীদের মধ্যে ৩জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হল, দিলন মিয়া (৬০), আলীফ উদ্দিন (৫৫) ও আবুল হোসেন (৩৫) । সন্ত্রাসী হামলায়আহত মেম্বার আজিম উদ্দিনকে আশংকাজনক অবস্থায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজিম উদ্দীন শঙ্কামুক্ত নয় বলে তাঁর চিকিৎসকরা জানিয়েছেন। বর্বারোচিত এই সন্ত্রাসী হামলার প্রতিবাদে গত ১৩ জুন সোমবার দুপুরে হাজারো জনতা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
ইনাতগঞ্জ বান্দের বাজার ইউনিয়ন পরিষদের সামনে ইউপি চেয়ারম্যান নোমান হোসেনের সভাপতিত্বে ও এস এম লিমনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ আহমেদ জিহাদী, বাংলাদেশ মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল মুকিত,প্যানেল চেয়ারম্যান-২ রাজু আহমদ, মেম্বার কল্যাণ এসোসিয়েশন হবিগঞ্জ কমিটির সাধারণ সম্পাদক মাহবুব খসরু, লন্ডন
প্রবাসী ফিরোজ মিয়া, এলাকাবাসীর পক্ষে নূর আলী, ইনাতগঞ্জ ইউপি মেম্বারদের মধ্যে মতচ্ছির রহমান, দেলোয়ার হোসেন, রাসেল আহমদ, গোলাম হায়দার, খালেদ মাসুদ, মহিলা মেম্বার শামসুন্নাহার, গোলশানা বেগম, রেবা রানী সরকার, নাজমা বেগম, রসমালা বেগম, গণমাধ্যমকর্মী রবিউল হোসেন প্রমুখ। প্রতিবাদ সভায় সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয় ও এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলায় অংশ নেয়া সকল হামলাকারীসহ ঘটনার নেপথ্যে থাকা হামলার মূল পরিকল্পনাকারীদের খূঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।’
Designed by: Sylhet Host BD
Leave a Reply