1. sm.khakon@gmail.com : bkantho :
যুক্তরাজ্য নির্মুল কমিটির সেক্রেটারী রুবি হকের দাফন সম্পন্ন - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন

যুক্তরাজ্য নির্মুল কমিটির সেক্রেটারী রুবি হকের দাফন সম্পন্ন

মতিয়ার চৌধুরী, লন্ডন থেকে
  • রবিবার, ২৯ মে, ২০২২
  • ৭১ বার পড়া হয়েছে
যুক্তরাজ্য নির্মুল কমিটির সেক্রেটারী রুবি হকের দাফন সম্পন্ন
নারী নেত্রী রুবী হক। ছবিঃ বাংলা কণ্ঠ

২৭ মে শুক্রবার  ইষ্ট লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে নামাজে জানাজা শেষে যুক্তরাজ্য ঘতিক-দালাল নির্মুল কমিটির সেক্রেটারী নারী নেত্রী রুবী হককে  হেনল্টের গার্ডেন অফ পিসে সমাহিত করা হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মানবাধিকার নেত্রী রুবি হক গত ২৫ মে ২০২২ লন্ডনের রমফোর্ড এলাকায় সেন্ট ফ্রান্সিস হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। তিনি কয়েক মাস যাবত মরন ব্যাধি ব্রেন টিউমারে ভূগছিলেন ।

মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আন্দোলনে রুবি হক ছিলেন অগ্র সৈনিক। যুক্তরাজ্যে প্রবাসী বাঙালিদের সকল প্রগতির আন্দোলনে তিনি ছিলেন এক বলিষ্ঠ কন্ঠ। তার অকাল মৃত্যু প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ মানবতার আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

রুবি হক নির্মূল কমিটি ছাড়াও গ্রেটার লন্ডন জাসদের মহিলা সম্পাদিকা, নারী জোটের আহবায়ক, জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের সহ সভাপতি, হিউম্যান রাইটস কমিশন ইউ কের লন্ডন শাখার সভাপতি, সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের মহিলা সম্পাদিকা, শিক্ষক, , মৌলিক আর্টস, যুগ্ম আহ্বায়ক ও হাওয়া অনলাইন টিভির উপস্থাপক ছিলেন।

তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে  ব্রিটেনের বাঙালী কমিউনিটিতে নেসে আসে শোকের ছায়া, অনেকেই ছুটে যান তার বাসভবনে। দুই দশকেরও বেশী সময় ধরে ব্রিটেনের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে সকলের প্রীয় রুবী হক একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। আজীবন অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতানায় বিশ্বাসী রুবী হক উগ্রবাদ ও ধর্মান্ধতার বিরুদ্ধে ছিলেন সোচ্চার।

মৃত্যুকালে রুবি হক দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তাঁর স্বামী যুক্তরাজ্যের বিশিষ্ট রাজনীতিবিদ প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব  যুক্তরাজ্য জাসদের সহ সভাপতি এডভোকেট মুজিবুল হক মনি। রুবি হকের জন্ম  সিলেটের ওসমানী  নগর উপজেলার খুসগিপুর গ্রামে  একটি ঐহিহ্যবাহী রাজনৈতির পরিবারে। রুবি হকের পিতা  মরহুম শাহ মোহাম্মদ আলী  ব্রিটেনে মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক ছিলেন। শাহ মোহাম্মদ আলীর ছয় কন্যা ও এক পুত্রের মধ্যে রুবি হক সকলের বড়। রুবি হকের চাচা সাবেক ছাত্র নেতা বালাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও   সিলেট ২ আসনের সাবেক সাংসদ   মরহুম শাহ আজিজুর রহমান।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD