1. sm.khakon@gmail.com : bkantho :
নারী নেত্রী রুবী হক আর নেই - বাংলা কণ্ঠ নিউজ
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন

নারী নেত্রী রুবী হক আর নেই

মতিয়ার চৌধুরী, লন্ডন থেকে
  • বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে
যুক্তরাজ্য নির্মুল কমিটির সেক্রেটারী রুবি হকের দাফন সম্পন্ন
নারী নেত্রী রুবী হক। ছবিঃ বাংলা কণ্ঠ

একাত্তরের ঘাতক –দালাল নির্মুল কমিটি যুক্তরাজ্য শাখার সেক্রেটারী ও বাংলাদেশ হিউম্যান রাইট কমিশন যুক্তরাজ্য মহিলা শাখার সভাপতি (বিএইচ-আর-সি), যুক্তরাজ্য নারী জোটের সভাপতি  নারী নেত্রী রুবী হক আর নেই।

( ইন্না.. লিল্লাহি .. রাজিউন)   ২৫মে বুধবার লন্ডন সময় বিকেল সাড়ে পাঁচ ঘটিকার সময় চেমসফুডের ফ্রান্সিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। তিনি কয়েক মাস যাবত মরন ব্যাধি ব্রেন টিউমারে ভূগছিলেন ।

মৃত্যুকালে তিনি স্বামী , দুইকন্যা ও একপুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে  ব্রিটেনের বাঙালী কমিউনিটিতে নেসে আসে শোকের ছায়া, অনেকেই ছুটে যান তার বাসভবনে। দুই দশকেরও বেশী সময় ধরে ব্রিটেনের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে সকলের প্রীয় রুবী হক একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

আজীবন অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতানায় বিশ্বাসী রুবী হক উগ্রবাদ ও ধর্মান্ধতার বিরুদ্ধে ছিলেন সোচ্চার। তার মৃত্যুতে বাংলাদেশ হাইকমিশন,একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমিটি , হিউম্যান রাইট কমিশন, যুদ্ধাপরাধ বিচারমঞ্চ, যুক্তরাজ্য নারীজোট, সহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।

রুবী হকের নামাজে জানাজা  আগামীকাল শুক্রবার ব্রিকলেন জামে মসজিদে অনুষ্টিত হবে। তার পারিবারিক সূত্র জানিয়েছে  তাঁকে এসেস্কের হাইনাল্ট গর্ডেন অব পিসে সমাহিত করা হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD